অক্সিজেন ট্যাঙ্কার লিক, ২২ জন করোনা রোগীর মৃত্যু

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্রমশ বাড়ছে করোনা দাপট। এর মধ্যেই মহারাষ্ট্রের নাসিকের জাকির হোসেন হাসপাতালে ট্যাংকার লিক হয়ে ২২ জন রোগীর মৃত্যু হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা।

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ভর্তি করার সময় অক্সিজেনের ট্যাংকার লিক করেই এই বিপত্তি ঘটেছে। ইতিমধ্যেই ২২ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হন হাসপাতাল এবং প্রশাসনিক আধিকারিকরা।

রাজ্যের মন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, এটি দুর্ভাগ্যজনক ঘটনা। নাসিকের পৌরসভার কমিশনারের সঙ্গে কথা বলে খোঁজ নিয়েছেন তিনি। তিনিও খুব শীঘ্রই নাসিকে যাবেন বলে জানিয়েছেন।

অন্যদিকে রাজেন্দ্র সিংগানে জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুসারে এখনও অবধি ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনার পুর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছেন তাঁরা। যারা ঘটনার জন্য দায়ী তাঁদেরকে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সম্পর্কিত পোস্ট