২৪ ঘন্টায় আক্রান্ত করোনা আক্রান্ত ২২১৬ জন, শনিবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় লকডাউন
দ্য কোয়ারি ওয়েবেডেস্কঃ রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২২১৬ জন নভেল করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন।৩৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৫৩ হাজার ৯৭৩ জন।
রাজ্য় স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে মৃতের সংখ্যা মোট বেড়ে হল ১২৯০। ১৯ হাজার ১৫৪ জন করোনা আক্রান্ত বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলেও স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৭৩ জন। রাজ্যে করোনা থেকে সুস্থতার হার ৬২.১২ শতাংশ।
রাজ্যে আগামীকাল সকাল ৬-টা থেকে আবার সম্পূর্ণ লকডাউন শুরু হবে। পরের সপ্তাহে বুধবার, ২৯-শে জুলাইও সম্পূর্ণ লকডাউন থাকবে।
বৃহস্পতিবার ২৪ ঘণ্টার লকডাউনে সন্ধে ৬-টা পর্যন্ত রাজ্য জুড়ে লকডাউন পালনের বিধি নিষেধ ভাঙার দায়ে পুলিশ মোট ৩ হাজার ৮০০ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে কলকাতায় ধরা হয়েছে ৮৮৬ জনকে।
- দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিখ সহ GTA-র সমস্ত পুরসভা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী রবিবার, ২৬-শে জুলাই থেকে ৭ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে।
- দার্জিলিং-এর জেলাশাসক এবং GTA-এর মুখ্যসচিবদের সঙ্গে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সুকনা, তিনধরিয়া, সুকিয়াপোখরি, পোম্রেবুং এবং বিজনবাড়িবাজার বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে।
- জলপাইগুড়ি জেলায় রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী করোনা ভাইরাস সংক্রমণ রোধে আগামী ২৫ জুলাই শনিবার এবং ২৯শে জুলাই বুধবার পূর্ণ লকডাউন ঘোষণা করা হল।
- দোকান-বাজার,সমস্ত সরকারি-বেসরকারি অফিস এবং সরকারি-বেসরকারি যান,ই-রিক্সা,অটো চলাচল বন্ধ থাকবে।
- অন্যদিকে জেলার পুরসভা এলাকাগুলিতে জলপাইগুড়ি জেলাশাসক অভিষেক তিওয়ারির নির্দেশ অনুযায়ী আগামী ২৬শে জুলাই পর্যন্ত যে লকডাউন চলছে সেটা একইভাবে বলবৎ থাকবে।
- উত্তর 24 পরগনার ব্যারাকপুর, নৈহাটি কাঁচরাপাড়া এবং হালিশহর পৌরসভা এলাকায় আজ থেকে শুরু হয়েছে লকডাউন, চলবে 30-শে জুলাই পর্যন্ত ।
- বনগাঁ পুর এলাকায় ২৬ জুলাই থেকে ২ আগস্ট একটানা ৮ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। পুর এলাকায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- বারাসাতে ২৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন।
- আজ থেকে 31-শে জুলাই পর্যন্ত বীরভূমের ছটি পৌরসভাএলাকাতেও আংশিক লকডাউন শুরু হচ্ছে।
- সিউড়ি, রামপুরহাট, বোলপুর, দুবরাজপুর,সাঁইথিয়া,নলহাটি পুরসভায় আজ বিকেল তিনটে থেকে পরদিন সকাল ছয়টা পর্যন্ত লকডাউন বলবত থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
- পুলিশ কড়া হাতে ব্যবস্থা নিচ্ছেন লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে। বিকেল পর্যন্ত পুলিশ বোলপুর চৌরাস্তা থেকে ২৫ জনকে আটক করেছে।
-
দিন দিন করোনা সংক্রমণ বাড়তে থাকায় হুগলী জেলার কোন্নগর কানাইপুর পঞ্চায়েতের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে এলাকায় পুরোপুরি লকডাউন লাগু করার আবেদন জানানো হয়েছে। এলাকায় স্যানিটাইজ করার কাজ চলছে।
-
পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদব জানিয়েছেন,এলাকায় এপর্যন্ত ৪৩-জন করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে গত দুদিনে আক্রান্ত হয়েছেন ২৩-জন।
-
পঞ্চায়েত অফিসের কয়েক জন কর্মীও আক্রান্ত হওয়ায় এক সপ্তাহের জন্য পঞ্চায়েত বন্ধ করে দেওয়া হয়েছে।
- কোভিড সংক্রমণের হার বেড়ে যাওয়ায় বর্ধমান পুরসভার পাশাপাশি কাটোয়া, কালনা ও মেমারি পুরসভা সম্পূর্ণ লকডাউন ঘোষনা করা হল।
- এছাড়াওপূর্বস্থলী এক নম্বর ব্লকের নসরতপুর, সমুদ্রগড় ও শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত; বর্ধমান এক নম্বর ব্লকের সরাইটিকর, বেলকাশ ও রায়ানগ্রাম পঞ্চায়েত; মেমারি এক নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েত এবং মেমারি দু’নম্বর ব্লকেরসাতগাছিয়া মোড় ও বাজার সংলগ্ন এলাকা ২৬ তারিখ থেকে তিনদিনের সম্পূর্ণ লকডাউন ঘোষনা করা হয়েছে।
- করোনা সংক্রমণ বাড়তে থাকায় বাঁকুড়া জেলার তিনটি পুরসভা- বাঁকুড়া, বিষ্ণুপুর এবং সোনামুখী এলাকায় 26 থেকে 30 তারিখ পর্যন্ত সম্পূর্ণ লকডাউন এর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এই মর্মে আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে।