চার কেন্দ্রের উপনির্বাচনে আসছে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: চলতি মাসেই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। চারটি বিধানসভা আসনে অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করল নির্বাচন কমিশন। আগামী সপ্তাহ থেকেই চার কেন্দ্রে টহলদারি শুরু করবে কেন্দ্রীয় বাহিনী।
আগামী ৩০ অক্টোবর রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এর মধ্যে রয়েছে কোচবিহারের দিনহাটা, নদীয়ার শান্তিপুর, উত্তর ২৪ পরগণার খড়দাহ এবং দক্ষিণ ২৪ পরগণার গোসাবা৷
১৩ অক্টোবর অষ্টমীর দিন প্রথম পর্যায়ে চার কেন্দ্রে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছবে বলে জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক। এর মধ্যে থাকবে ৯ কোম্পানি বিএসএফ, ৮ কোম্পানি সিআরপিএফ, ৫ কোম্পানি এসএসবি এবং ৫ কোম্পানি সিআইএসএফ কর্তারা।চারটি কেন্দ্রে ভাগ হয়ে হবে রুটমার্চ।