প্রায় ২৮ কোটি! আবার খেল দেখাল অর্পিতার ফ্ল্যাট
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ টালিগঞ্জকে হারিয়ে জিতে গেল অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট। বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ শেষ হয় নোট গণনা। জানা যায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির এই ফ্ল্যাট থেকে ইডি নগদ ২৭ কোটি ৯০ লাখ টাকা উদ্ধার করেছে। সেই সঙ্গে উদ্ধার হওয়া সোনার বাট ও গয়নার মিলিত মূল্য ৪ কোটি ৩১ লক্ষ টাকা। এর পাশাপাশি উদ্ধার হয়েছে বেশ কিছু দলিল।
এই বিপুল পরিমাণ নগদ টাকা ও গয়না নিয়ে যেতে ইডিকে টালিগঞ্জের মতোই ট্রাক নিয়ে আসতে হয়। প্রায় ২০ টি ট্রাঙ্ক বোঝাই হয়ে টাকা নিয়ে ইডির রওনা হতে হতে সকাল হয়ে যায়। উল্লেখ্য অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল ২১ কোটি ৯০ লক্ষ নগদ টাকা। পাশাপাশি ৮০ লক্ষের গয়না ও বহু বিদেশি মুদ্রাও পাওয়া গিয়েছিল।
১৫ ঘণ্টা পর CGO কমপ্লেক্স থেকে বেরোলেন নীরব মানিক ভট্টাচার্য
সব মিলিয়ে চারদিনের ব্যবধানে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে শুধু নগদ টাকাই উদ্ধার হল প্রায় ৫০ কোটি! তাঁর ঘনিষ্ঠের ফ্ল্যাট থেকে একেরপর এক টাকা উদ্ধারের পর তৃণমূলের অন্দরেও পার্থ চট্টোপাধ্যায়ের অবস্থান আরও দুর্বল হয়েছে। কুণাল ঘোষের মতো নেতারা ইতিমধ্যেই প্রকাশ্যে মন্ত্রিসভা ও দল থেকে পার্থকে বহিষ্কারের দাবি তুলেছেন।