২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন

দ্য কোয়ারি ডেস্ক: কোভিড ঝড়ে রীতিমত হাহাকার গোটা দেশ জুড়ে ৷ নিভছে না চিতার আগুন। দিকে দিকে বুক ফাটা কান্না। একটা গুমোট পরিস্থিতি। অন্যদিকে, প্রতিদিনই নতুন নতুন রেকর্ডের মাইলস্টোন পর করছে করোনা ৷

ফের রেকর্ড সংক্রমণ দেশে ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন ৷ মৃত্যু হয়েছে ৩৪৯৮ জনের ৷ সুস্থ হয়ে হয়ে উঠেছেন ২ লক্ষ ৯৭ হাজার ৫৪০ জন ৷

দেশে কোভিড১৯ –এর দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজ প্রথমবার মন্ত্রী পরিষদের বৈঠক ডেকেছেন। চলতি টিকাকরণ অভিযান সহ উদ্ভূত পরিস্থিতি বৈঠকে পর্যালোচনা করা হবে। মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লী, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড় – এই ৯ টি রাজ্যে উদ্বেগজনক করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিব, গতকাল স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট পেশ করেন।

বৃহস্পতিবার রাজ্যের ১১৫২ টি কেন্দ্রে প্রায় প্রায় ১ লক্ষ ৩৩ হাজার ১৩৫ জন টিকা নিয়েছে। ২৭, ৬০৮ জন নিয়েছে প্রথম ডোজ এবং ৬৯, ৪৬২ জন দ্বিতীয় ডোজ। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে ৮৬, ৩৭৮ জন ৪৫ এর বেশী বয়সী।

সব মিলিয়ে আজ অবধি ১,০৭,৭৫,৪৮১ জনকে টিকা দেওয়া হয়েছে। এদিনও কোন পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, রাজ্য সরকার সব সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে চাহিদামত করোনা ভ্যাকসিনের মজুদ বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে তা দ্রুত সরবরাহ করার আর্জি জানিয়েছে।

সরকারি হাসপাতালের মাধ্যমে ১৮ থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত রাজ্যের এক কোটি মানুষকে এবং বেসরকারি হাসপাতালের মাধ্যমে ৫০ লক্ষ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে মোট তিন কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করার আর্জি জানানো হয়েছে বলে নবান্ন থেকে আজ এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আগামী পয়লা মে থেকে ভ্যাকসিন দেওয়ার যে তৃতীয় পর্ব শুরু হতে চলেছে তার জন্য কেন্দ্রের কাছে এই তিন কোটি ডোজ চাওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি ৪৫ বছরের উর্ধ্বে সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা রাজ্য সরকার আগেই জানিয়েছে বলেও জানানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট