দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ পার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এই প্রথমবার দেশের দৈনিক সংক্রমণের সংখ্যা ৩ লক্ষ পার করল। একদিনে দেশে আক্রান্ত হয়েছেন ৩,১৪,৮৩৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ১,৫৯,৩০,৯৬৫ জন। প্রতি মিনিটে দেশে আক্রান্তের হার ২১৯ জন। মৃত ২,১০৪ জন। মোট মৃতের সংখ্যা ১,৮৪,৬৫৭।
কোভিড আক্রান্ত হয়ে প্রয়াত সিপি(আই)এমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বড় ছেলে আশীষ ইয়েচুরি। বৃহস্পতিবার ভোরেই প্রয়াত হন তিনি। ছেলের মৃত্যুর খবর নিজেই টুইট করে জানিয়েছেন সীতারাম ইয়েচুরি। শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মহারাষ্ট্রে এক দিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭,৪৬৮ জন। কেরলে একদিনে আক্রান্ত হয়েছেন ২২,৪১৪ জন। কর্ণাটকে একদিনে আক্রান্ত হয়েছেন ২৩,৫৫৮ জন। উত্তরপ্রদেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩৩,১০৬ জন। দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২৪,৬৩৮ জন।
ঝাড়খণ্ডে একদিনে ৫ হাজারের অধিক মানুষ আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাজ্যে লকডাউন ঘোষণা করেছেন ঝাড়খণ্ডের সরকার। চলবে ২৯ এপ্রিল অবধি।
কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, উত্তরাখণ্ড এবং দিল্লিতে অক্সিজেনের সরবরাহ বাড়ানো হয়েছে।
কোভিডে রাশ টানতে সরকারী অফিসগুলিতে উপস্থিতির হার কমানো হয়েছে। এরই মধ্যে ষষ্ঠ দফার নির্বচন চলছে পশ্চিমবঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনটি জনসভার কথা রয়েছে। এছাড়াও চারটি জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।