ঝাড়খন্ড থেকে ৩ ব্যক্তিকে অপহরণ, বালুরঘাট থেকে গ্রেফতার করল পুলিশ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ঝাড়খন্ড থেকে তিন ব্যাক্তিকে অপহরন করে নিয়ে এসে মুক্তিপন চাওয়ার অভিযোগে দক্ষিন দিনাজপুর জেলার পতিরাম এলাকা থেকে এক স্বর্ন ব্যবসায়ী সহ আরও দুইজনকে গ্রেফতার করল বালুরঘাট থানার পুলিশ।
এদের মধ্যে একজন মহিলা রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি তার হেফাজতে থাকা ঝাড়খন্ডের তিন বাসিন্দাকেও উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ধৃত ওই স্বর্ন ব্যবসায়ীর নাম জয়প্রকাশ সরকার। পুলিশ আজ তাদেরকে বালুরঘাট আদালতে পাঠিয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বলে জেলা পুলিশের ডিএস পি ( সদর) ধীমান মিত্র জানিয়েছেন।
পাশাপাশি পুলিশি তদন্ত জারি রয়েছে বলে ডি এস পি ( সদর)জানিয়েছেন । ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বিদ্যুতের বিল নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামেরা, কেন্দ্রের সিদ্ধান্তে অখুশি রাজ্যও
অপরদিকে পুলিশ সুত্রে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যায় গোপন সুত্রে পুলিশ জানতে পারে বালুরঘাট থানার পতিরাম এলাকায় এক স্বর্ন ব্যবসায়ী ঝাড়খন্ডের তিন ব্যাক্তিকে অপহরন করে নিয়ে এসে তাদের পরিবারের কাছে মোটা রকমের অর্থ মুক্তিপন হিসেবে চেয়েছে।
মুক্তিপনের টাকা না পেলে তাদের প্রানে মেরে ফেলার হুমকি দিয়েছে সে। পুলিশ খবর পেয়েই মঙ্গলবার রাত্রে পতিরাম থেকে ওই স্বর্ন ব্যবসায়ীকে গ্রেফতার করার পাশাপাশি আরও দুই জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
অপরদিকে ওই ঝাড়খন্ডের তিনজনকে উদ্ধার করে বালুরঘাট থানায় নিয়ে আসে পুলিশ।