পাক সেনার গুলিতে শহীদ ৩ সেনা জওয়ান, মৃত তিন নাগরিক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সীমান্ত রেখা লঙ্ঘন করে গোলাবর্ষণ পাক সেনার। শহীদ তিন সেনা। মৃত সাধারণ মানুষ। জম্মু-কাশ্মীরের বারামুলার ঘটনা। পাল্টা জবাব ভারতীয় সেনার। ভারতীয় সেনার গুলিতে ৭ থেকে ৮ জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে সেনা সুত্রে খবর।

সূত্রের খবর, উরি ছাড়াও বান্দিপোরা জেলার গুরজ সেক্টরের ইজমার্গে সীমান্ত লঙ্ঘন করে হামলা চালায় পাক সেনা। এছাড়াও কুপওয়ারা জেলার কেরন সেক্টরে পাক সেনা হামলা চালিয়েছে। ঘটনায় আহত হন বেশ কিছু সাধারণ মানুষ।

 

তাংধার সীমান্ত থেকে সরিয়ে আনা হচ্ছে সাধারণ মানুষদের। কেরান সেক্টরে সীমান্ত চুক্তি লঙ্ঘন করে হামলা পাক সেনার। পাক সেনার তরফে মোর্টাল এবং আরও অনেক আগ্নেয়াস্ত্র ছোঁড়া হয় বলে জানা যাচ্ছে।

সেনা সূত্রের খবর, কেরন সেক্টরে পাক সেনা যেখানে হামলা চালিয়েছিল সেই জায়গায় অনুপ্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। এদিন কেরন সেক্টরে বেশ কিছু জায়গায় অনুপ্রবেশ নিয়ে সন্দেহ হয় সেনা জওয়ানদের। পাক সেনার সেই পরিকল্পনা বানচাল করে ভারতীয় সেনা।

 

সেনা সূত্রে খবর, দুই জনে সেনার মৃত্যু হয়েছে উরি সেক্টরে। একজনের মৃত্যু হয়েছে গুরেজ সেক্টরে।

 

সূত্রের খবর, পাকিস্তানের গোলা বর্ষণে শহীদ বিএসএফের দুই সেনা জওয়ান। শহীদ হয়েছেন একজন অফিসারও। ঘটনায় বেশ কয়েকজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, পঞ্চের সওজিয়ানে সাত জন সাধারণ মাগরিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। উরি সেক্টরে যে চারজন আহত হয়েছেন তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বারামুলা জেলার এসডিএম রিয়াজ আহমেদ মল্লিক।

সম্পর্কিত পোস্ট