আমফানে ক্ষতিপূরণের টাকা নিয়ে সংঘর্ষ, মাথা ফাটল ৩ তৃণমূল কর্মীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এবারে ঘূর্ণিঝড় আমাফানের ক্ষতিপূরণের টাকা নিয়ে দুর্নীতি ও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে স্বজনপোষণের অভিযোগে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। সোমবার উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনা দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর বাজার এলাকা।
এই ঘটনায় ৩ জন তৃণমূল কর্মীর মাথা ফেটেছে এবং একজন মহিলা আহত হন। দফায় দফায় সংঘর্ষ এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর বরুনি এলাকার বাসিন্দা ওবাইদুল্লা মন্ডল তিনি আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার। তার এলাকায় আমফানের ক্ষতিপূরণের টাকা ও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে স্বজনপোষণ হয়েছে বলে অভিযোগ।
সূত্রের খবর ঘটনা নিয়ে গত দুদিন আগে গ্রামবাসীদের সঙ্গে বচসা বাঁধে। তারপরে গ্রামের মধ্যে একটা সালিশি সভা করে মীমাংসা করে নেওয়ার কথা ছিল।
পঞ্চায়েত সুপারভাইজার ওবাইদুল্লার দাবি তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে।তার নামে আমফানে ক্ষতিপূরণের টাকা তোলা হয়েছে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের আবেদন করেছিল গ্রামের কয়েকজন বাসিন্দা।
কিন্তু তারা সেই ঘর পায়নি। অভিযোগে এই দায় তার উপরে চাপিয়ে এদিন সকালে তিনি যখন চাঁদপুর বাজারে ছিলেন তখন গ্রামবাসীরা এসে ওবাইদুল মন্ডল ও তার অনুগামীদের উপরে হামলা চালায়।
Exclusive,আনকাট সৌমিত্রঃ বিরোধীরা ধৈর্য্য ধরুন পদ্মফুল ফুটতে বেশী দেরী নেই.. বন্ধ হবে চপ শিল্প
যারা হামলা চালিয়েছে তারা স্থানীয় সিপিএম সমর্থক বলে জানা যায়। এই ঘটনায় আহত হন সুপারভাইজার ওবাইদুল মন্ডল এবং তিনজন তৃণমূল কর্মীর মাথা ফেটে যায়।
বাঁশ লাঠি ইট নিয়ে তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দেগঙ্গা থানা বিশাল পুলিশবাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
আক্রান্ত তৃণমূল কর্মীরা দেগঙ্গা থানায় দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।