আজ মধ্যরাত থেকে আগামী ২১ দিন সারা দেশে লকডাউনঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আজ রাত ১২ টার পর থেকে সারা দেশ জুড়ে লকডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লকডাউন থাকবে আগামী ৩ সপ্তাহ। এই ২১ দিন আপামর দেশবাসীকে ঘরে থাকার অনুরোধ জানালেন প্রধানমন্ত্রী।
জনতা কার্ফুর থেকেও এই লকডাউন আরও কঠোর ভাবে পালন করা হবে বলে জানালেন প্রধানমন্ত্রী
দেশ জুড়ে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। তারজেরে এ বার সারা দেশে আগামী তিন সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার মধ্যরাত থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এই লকডাউন জারি থাকবে।
প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে এদিন বলেন, “চিন, রাশিয়া, ফ্রান্স, ইটালিj স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত উন্নত। তা সত্ত্বেও করোনার মোকাবিলা করতে পারেনি তারা। একটাই উপায়, যাঁরা করোনা পরিস্থিতি সামাল দিতে পেরেছেন তাঁদের থেকে শিক্ষা নেওয়া।”
তিনি আরও বলেন, “আপনাদের বাড়ির দরজার বাইরে লক্ষণরেখা টেনে দিন। মনে রাখবেন, তার বাইরে পা রাখলেই করোনার মতো মহামারিকে বাড়িতে ডেকে আনবেন। এই কদিন বাড়ির বাইরে বেরোনো ভুলে যান। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ১ লক্ষে পেরোতে ৬৬ দিন লেগেছিল। তার পর ১১ দিনে বেড়ে ২ লক্ষ হয়।”
এদিন ভাষণ চলাকালীন নিজেকে প্রধানমন্ত্রী হিসাবে নয়, বরং আমজনতার পরিবারের একজন অভিভাবক হিসাবে পরিচয় দেন প্রধানমন্ত্রী। হাত জোড় করে দেশ বাসীকে এই লকডাউন মানার আবেদন জানান। যদি দেশবাসী এই লকডাউন না মানেন তাহলে দেশ আরও ২১ বছর পিছিয়ে যাবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর কথায়, “এই লকডাউন এক রকমের কার্ফু। এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। নিশ্চিত ভাবে এই লক ডাউনের আর্থিক মূল্যও দিতে হবে। কিন্তু প্রতিটি মানুষকে বাঁচানো ভারত সরকার, রাজ্য সরকারের এই মুহূর্তে প্রথম কর্তব্য।”
ভাষণের শেষে দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, “ভারত এখন সেই স্তরে রয়েছে, যখন আমাদের আজকের পদক্ষেপ ঠিক করবে এই সংক্রমণের প্রভাব কতদিনে আমরা কাটিয়ে উঠতে পারব।”
এই সময় তাই সতর্ক ও সংযমের থাকার বার্তা দেন তিনি। ধৈর্য্য আর অনুশাসন ও সংকল্পের মধ্য দিয়ে দেশবাসীকে লকডাউন পালন করার আবেদন জানান তিনি।