BSC ও তার উর্ধ্ব ডিগ্রি প্রাপ্ত নার্সদের ৩ সপ্তাহের সাধারণ চিকিৎসার প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের গ্রামাঞ্চলে চিকিৎসকের ঘাটতি মেটাতে নার্সদের সাধারণ চিকিৎসার প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।রাজ্যের বিভিন্ন জেলায় গ্রামে গঞ্জে ডাক্তারের ঘাটতি মেটাতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

সম্প্রতি স্বাস্থ্য দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে রাজ্যের যে সমস্ত নার্সদের বিএসসি এবং তার উর্ধ্বে ডিগ্রি রয়েছে তাঁদেরকে ৩ সপ্তাহের একটি বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণে তাঁদেরকে সাধারণ অসুখগুলির চিকিৎসা সংক্রান্ত বিষয় শেখানো হবে।

আসছে বর্ষা, বাঁধ ভেঙে বিপর্য়য় এড়াতে চুূড়ান্ত প্রস্তুতি বজায় রাখার নির্দেশ নবান্নের

এর পর এই বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত নার্সদের ‘কমিউনিটি হেলথ অফিসার’ হিসাবে গ্রামের সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে পাঠানো হবে। সেখানে কাজ করবেন তাঁরা। সাধারণ মানুষের সাধারণ অসুখের চিকিৎসা করবেন ওই নার্সরা। গ্রামে গঞ্জে প্রায়শই শোনা যায় ডাক্তার অমিল থাকার কথা। সেক্ষেত্রে ডাক্তারের অনুপস্থিতিতে নার্সরাই যাতে নূন্যতম চিকিৎসা পরিষেবা দিতে পারে সেই কারণে এই সিদ্ধান্ত।

তবে এই বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত নার্সরা রোগী দেখতে পারবেন, ওষুধও দিতে পারবেন। কিন্তু কোনও প্রেসক্রিপশন লিখতে পারবেন না। এমনকি কোনও ডেথ সার্টিফিকেটও লিখতে পারবেন না তাঁরা। শুধুমাত্র রোগীদের নূন্যতম চিকিৎসা পরিষেবা দিতে পারবেন তাঁরা।

গ্রাম থেকে ছোট খাটো অসুখের জেরে সময় নষ্ট ও কষ্ট করে দূরে বা শহরে কোনও হাসপাতালে যেতে যাতে না হয় সেই কারণে স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্ত। এই উদ্যোগ চালু হলে গ্রামেই সুস্বাস্থ্য কেন্দ্রে নূন্যতম চিকিৎসা পরিষেবা পাবেন মানুষ।

সম্পর্কিত পোস্ট