কৃষি বিলের প্রতিবাদে ভারত বনধের ডাক পাঞ্জাবের ৩১ টি কৃষক সংগঠনের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চলতি সপ্তাহে সংসদের পাশ হয়েছে কৃষি বিল। তারই প্রতিবাদে আজ সারা দেশজুড়ে বনধ ডেকেছে একাধিক কৃষক সংগঠনগুলি। এই বনধের সমর্থন জানিয়েছে বিরোধী দলগুলি। পাঞ্জাবে বনধের প্রভাব সব থেকে বেশী রাজ্যের বিরোধী দল আপ এবং অন্যান্য দলগুলি সরকারের সঙ্গে সহমত হয়েছে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং জানিয়েছেন, কৃষকের পাশে রয়েছে তাঁদের সরকার। তাই আন্দোলনকারীদের বিরুদ্ধে ১৪৪ ধারা লঙ্ঘনের কোনও অভিযোগ দায়ের করা হবে না।
শুক্রবার ভারত বনধ ডেকেছে পাঞ্জাবের ৩১ টি কৃষক সংগঠন। এতে সমর্থন জানিয়েছে হরিয়ানার ভারতীয় কিষাম ইউনিয়ন। সকাল ১০ টা থেকে বিকেল ৪ টে অবধি চলবে বনধ।
বৃহস্পতিবার এই বনধের সমর্থন জানিয়েছে কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা জানিয়েছেন, অনেক কষ্ট করে কৃষকরা গোটা দেশের মুখে অন্ন তুলে দেয়। আর মোদি সরকার তাঁদের বিরুদ্ধেই অন্যায় করছে।
এদিনের বনধে কংগ্রেস সমস্ত কৃষক সংগঠনগুলির পাশে দাঁড়াবে বলে জানিয়েছে। কৃষি বিলের বিরুদ্ধে ২ কোটি সাক্ষর সংগ্রহের অভিযান শুরু করেছে কংগ্রেস।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/india-orders-army-to-shoot-in-self-defense/
গোটা উত্তরপ্রদেশ জুড়ে আন্দোলনে নেমেছে সমাজবাদী পার্টি। সম্প্রতি পাশ হওয়া কৃষক বিল এবং শ্রমিক বিলের বিরুদ্ধে সরব হবে মুলায়ম সিং যাদবের দল।
দলের মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী জানিয়েছেন, সম্প্রতি পাশ হওয়া কৃষক এবং শ্রমিক বিলের বিরোধিতা করে তাঁর দল। এর প্রতিবাদ জানিয়ে প্রত্যেকটি জেলাশাসক মারফত রাজ্যপালের কাছে মেমোরান্ডাম জমা দেবে তাঁরা।
প্রতিবাদের আঁচ এসে উপস্থিত পশ্চিমবঙ্গেও। বাম সমর্থিত কৃষক সংগঠনগুলির পাশাপাশি সরব হয়েছে তৃণমূল ও। পাল্টা কৃষি বিলের সমর্থনে মিছিল করবে গেরুয়া শিবির। বাড়ি বাড়ি উপস্থিত হয়ে এই বিল মানুষকে বোঝানোর উদ্যোগ নিয়েছে তাঁরা।
উল্লেখ্য, গত রবিবার রাজ্যসভায় পাশ হয় এই বিতর্কিত বিল। বিলের বিরোধিতায় সরব হন বিরোধী দলের সাংসদরা। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সংসদের ভিতরেই। আট সাংসদকে বহিষ্কার করেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। সংসদ ওয়াকআউট করে বিরোধিরা।
এদিন ট্রাক্টর চালিয়ে বিলের প্রতিবাদে রাস্তায় নামেন আরজেডি প্রধান তেজস্বী যাদব।
Govt has made our 'anndaata' a puppet through its 'fund daata'. #FarmBills are anti-farmer and have left them dejected. Govt had said that they'll double farmers' income by 2022 but these Bills will make them poorer. Agriculture sector has been corporatised: Tejashwi Yadav, RJD https://t.co/FYawl9Wfsi pic.twitter.com/svbzHao9Ez
— ANI (@ANI) September 25, 2020
#WATCH Patna: Rashtriya Janata Dal leader Tejashwi Yadav drives a tractor, as he takes part in the protest against #FarmBills passed in the Parliament. #Bihar pic.twitter.com/3CanJjtGo4
— ANI (@ANI) September 25, 2020
তামিলনাড়ু এবং কর্ণাটকে বিলের বিরোধিতায় রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন কৃষক।
Members of Karnataka State Farmers' Association hold protest near Bommanahalli on Karnataka-Tamil Nadu highway against #FarmBills passed in Parliament.
Police personnel deployed in the area to ensure law & order is maintained & COVID safety norms are followed during protest. pic.twitter.com/8abYwhQ371
— ANI (@ANI) September 25, 2020
Punjab: Police personnel deployed in Amritsar city in the wake of farmers protest today, against #FarmBills passed in the Parliament. ACP says, "Security forces have been deployed at every crossroad and level crossing in the entire city so that no untoward incident takes place." pic.twitter.com/4OCgJjLDgt
— ANI (@ANI) September 25, 2020
Punjab: Farmers, under the aegis of Bharatiya Kisan Union and Revolutionary Marxist Party of India (RMPI), block Amritsar-Delhi National Highway near Phillaur in Jalandhar, in protest against #FarmBills passed in the Parliament. pic.twitter.com/6zsXZ5VhnW
— ANI (@ANI) September 25, 2020
#WATCH Patna: Rashtriya Janata Dal (RJD) leader Tej Pratap Yadav sits atop a tractor while Tejashwi Yadav drives it, during the protest against #AgricultureBills passed in the Parliament. #Bihar pic.twitter.com/kHEyuX9kmy
— ANI (@ANI) September 25, 2020