৩৫৬ কি জয়নগরের মোয়া? বিজেপির ৩৫৬ প্রসঙ্গে প্রশ্ন দেবাংশুর

দ্য কোয়ারি ডেস্ক: শাসক দলের বিরুদ্ধে লড়াইয়ে রাজনৈতিক পথ অবলম্বন, নাকি ৩৫৬ এর হাত ধরে ক্ষমতায়ন? দিল্লিতে দফায় দফায় বৈঠকে বসছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। আর সেটা নিয়েই মতপার্থক্য শুরু হয়েছে বিজেপির অন্দরে৷

এবিষয়ে দ্য কোয়ারিকে তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলেন, ৩৫৬ তো আর জয়নগরের মোয়া নাকি? যা চাইলেই পাওয়া যাবে? বাংলায় লাগু করতে গেলে সুপ্রিম কোর্টে ধাক্কা খেতেই হবে বিজেপিকে। এসব হাস্যকর কথাবার্তা। বাচ্ছা ছেলে মেলায় গিয়ে যেমন আইসক্রিম দেখে বায়না করে সেরকমই বিষয় অনেকটা। বিজেপি নেতারা আগে উত্তরপ্রদেশ বাঁচাক। সেখানেও তো সরকার টলমল অবস্থায় রয়েছে। তারপর নয় বাংলা নিয়ে ভাববে।

রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং৷ অর্জুন সিংয়ের সঙ্গে সহমত হয়েছেন রাজ্য বিজেপির বেশ কয়েকজন নেতা। তাঁদের যুক্তি, যে পরিস্থিতিতে ৩৫৬ ধারা লাগু করার কথা বাংলায় তার থেকেও খারাপ পরিস্থিতি রয়েছে।

সোমবার থেকেই দিল্লিতে গিয়ে দফায় দফায় কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন শুভেন্দু অধিকারী। বুধবার দিল্লিতে তাঁর সঙ্গে বৈঠক হয়েছে তিন সাংসদ অর্জুন সিং, নিশীথ প্রামাণিক এবং সৌমিত্র খাঁ এর৷ বৈঠকে ৩৫৬ ধারা এবং কেন্দ্রের হস্তক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

একইসঙ্গে সিএএ লাগু নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। বিজেপি নেতারা চাইছেন অবিলম্বে রাজ্যে সিএএ লাগু করতে৷

৩৫৬ ধারার বিষয় নিয়ে বিজেপির অন্দরে ভিনমত পোষণ করতে শুরু করেছেন অনেকেই৷ গেরুয়া শিবিরের একাংশের দাবী, ৩৫৬ এর মাধ্যমে ক্ষমতায়ন করতে চাইলে মানুষের মধ্যে বিপরীত প্রতিক্রিয়া দেখা দিতে পারে৷ এমনকি আইনি জটিলতায় পড়তে হতে পারে দলকে৷

ভোট পরবর্তী হিংসাকে হাতিয়ার করেই সংগঠন পুনুরুদ্ধার করতে চাইছে বিজেপি। জেলায় জেলায় আন্দোলন করে সংগঠনকে মজবুত করতে চাইছেন দিলীপ ঘোষরা।

অন্যদিকে, তিন সাংসদ এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিল্লি যাত্রা নিয়ে অবগত ছিলেন না রাজ্য নেতৃত্বের অনেকেই। প্রকাশ্যে রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বলতে শোনা যায় কী কারণে শুভেন্দু অধিকারী দিল্লিতে গেছেন, তা তিনি জানেন না।

রাজনৈতিক মহলের মতে, বাংলার বিধানসভা নির্বাচনে হার সহজে হজম করতে পারছেন না পন্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গের নেতারা৷ তৃণমূলের বিরুদ্ধে একের পর অভিযোগ এনে চাপে রাখার চেষ্টা চলছে তাই৷

সম্পর্কিত পোস্ট