ফার্মাসিস্টের জাল নথি জমা ড্রাগ কন্ট্রোল বিভাগে, বারাসাতে গ্রেফতার ৪ ভুয়ো ফার্মাসিস্ট
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভুয়ো নথি দেখিয়ে ওষুধের দোকানের লাইসেন্স করিয়ে দেওয়ার বড় চক্রের পর্দাফাঁস। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বারাসাত থেকে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা বীরভূম ও মালদার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, লোকের থেকে টাকা নিয়ে ভুয়ো নথি দেখিয়ে ওষুধের দোকানের লাইসেন্স করিয়ে দেওয়ার চক্র চালাত অভিযুক্তরা। ওই চক্রে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ।
ফার্মাসিস্টের জাল নথি ড্রাগ কন্ট্রোল বিভাগে জমা দিয়ে হাতে নাতে আটক ৪ ভুয়ো ফার্মাসিস্ট। গ্রেপ্তার করল বারাসাত থানার পুলিশ। ধৃতরা হল বিষ্ণু সাহা, শুভঙ্কর দাস, প্রীতম কর্মকার, শুভজিৎ শর্মা
সোদপুরের এক ওষুধের দোকানে ফার্মাসিস্টের কাজ করার জন্য নথি জমা দেয় এক জন। সেই নথি বারাসাত যশোর রোড সংলগ্ন প্রসাদ পুরের ড্রাগ কন্ট্রোল বিভাগে জমা দিলে দেখা যায় তা জাল। এরপর আরো তিনটি ওষুধের দোকানে ফার্মাসিস্টের কাজে যোগ দেওয়ার জন্য নথি জমা পড়েছিল। সেগুলো দেখা যায় সবকটি জাল নথি।
হাসপাতালে ভ্যাকসিন নেই, TMC নেতাদের সুপারিশে ক্লাবেই ক্যাম্প, অভিযোগ বিজেপির
এরপর ড্রাগ কন্ট্রোল বিভাগ থেকে ডেকে পাঠানো হয় একজনকে। ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করলে কোন সদুত্তর দিতে পারে না সেই ব্যক্তি। একে একে বাকিদের ডেকে নিয়ে আসা হয়। খবর দেওয়া হয় বারাসাত থানা পুলিশকে।
বৃহস্পতিবার রাতে ওই চার জনকে বারাসাত পুলিশের হাতে তুলে দেয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। ধৃত তিনজন মালদার এবং একজন বোলপুরে বাড়ি বলে জানা যায়। শুক্রবার চারজনকে বারাসাত আদালতে তুলে পুলিশি হেফাজতের আবেদন জানাবে পুলিশ এবং এই জাল নথি তারা কোথা থেকে পেল বা এই চক্রের সাথে কারা জড়িত তার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ।