বড় সাফল্য ভারতীয় সেনার, নাশকতার ছক বানচাল করে আটক ৪ জঙ্গি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলবার সকালের দিকে পুলিশ এবং রাষ্ট্রীয় রাইফেলস-এর পক্ষ থেকে এক বিশেষ অভিযান শুরু করা হয় উপত্যকায়। গ্রেফতার করা হয় ২ জনকে। কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে ওই ২ জন উপত্যাকায় জঙ্গিদের চরবৃত্তি করত। শুধু তাই নয়, নাশকতার নকশা তাদের মাধ্যমেই তৈরি হত বলে জানিয়েছে পুলিশ।

ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, লস্কর জঙ্গিদের কম্যান্ডার রিয়াজের নির্দেশে তারা ওই কাজ করত। বিনিময়ে মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়ার কথাও বলা হয়েছিল তাদের। শ্রীনগরের নৌহাট্টার রাজৌরিকাদাল এলাকায় কয়েকজনের গা ঢাকা দেওয়ার একটা ব্যবস্থা করে দেওয়ার কথাও ছিল তাদের।

মন খারাপ ইলিশ প্রেমীদের, মাছ ধরায় ফের নিষেধাজ্ঞা হাসিনা সরকারের

অন্যদিকে, মঙ্গলবারই কাশ্মীরের উরি সেক্টরে এনকাউন্টার শুরু করে  সেনাবাহিনী। সেখানেও দুই জঙ্গিকে আটক করে সেনা। সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে যে ধৃতদের একজন দুই পক্ষের গুলির লড়াইতে জখম হয়েছে। গিয়েছিল। অপরজন আত্মসমর্পন করেছে।

গত শনিবার গভীর রাতে উরি সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা৷ টহল দেওয়ার সময় বুঝতে পারে ভারতীয় জওয়ানরা৷ জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হতেই বেঁধে যায় গুলির লড়াই৷ এতে ৩ জওয়ান আহত হন৷ সকলেই ১২ জাঠ রেজিমেন্টের জওয়ান৷

সম্পর্কিত পোস্ট