মানুষের দুর্ভোগ কমাতে নামছে আরও ৪০০ বাস
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শহরবাসীর বাসের সমস্যা মেটাতে উদ্যোগী হল রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্য সরকারি এবং বেসরকারি অফিস খুলে গিয়েছে অথচ রাস্তায় নেই পর্যাপ্ত বাস।
মূলত সাধারণ মানুষের ভোগান্তির কথা ভেবেই সরকারি বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
রাজ্য সরকারের তরফ থেকে এদিন ট্যুইট করে জানানো হয়েছে আগামী সোমবার থেকে রাস্তায় নামছে আরও বাড়তি ৪০০ বাস। মধ্যে যেমন বাতানুকূল ভলভো বাস রয়েছে, একইভাবে রয়েছে সাধারণ সরকারি বাসও।
পথে নামলেই এখন চূড়ান্ত সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। যানবাহনের সংখ্যা কম থাকায় সোশ্যাল ডিসট্যান্স মেনে বাসে চড়ার নিয়মও অনের ক্ষেত্রেই মানা সম্ভব হচ্ছে না। অফিস আসা ও যাওয়ার পথে চূড়ান্ত দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের।
আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা
মেট্রো-ট্রেন চলছে না। এই অবস্থায় অধিকাংশ যাত্রীকেই মূলত সরকারি বাসের ওপর নির্ভর করতে হচ্ছে যাত্রীদের।
বেসরকারি বাসের ভাড়া নির্ধারণ সংক্রান্ত জট এখনও কাটেনি। এরইমধ্যে পরিস্থিতি সামাল দিতে সোমবার রাস্তায় ৪০০ নতুন বাস নামবে। ২০০টি নতুন এসি বাস চালাবে বেসরকারি সংস্থা।
বাসগুলি হাওড়া, ধর্মতলা, সেক্টর ফাইভ ছুঁয়ে যাবে। আরও ২০০টি সাধারণ বাসও পথে নামাচ্ছে এসবিএসটিসি। সব বাসই চলবে পূর্ব নির্ধারিত ভাড়ায়।
এদিকে, বেসরকারি বাস ভাড়া নিয়ে জটিলতা অব্যাহত।বাস ভাড়া পুনর্বিন্যাস নিয়ে কাটেনি জট।
আজ ফের ৮টি বাস সংগঠনের চিঠি রাজ্য পরিবহণ দফতরকে। লকডাউনের আগে ও পরে বাসের আয় হ্রাস নিয়ে চিঠি দেওয়া হয়েছে।