জুলাই মাসে হবে ৪৫ তম কলকাতা বইমেলা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পিছিয়ে গেল ৪৫ তম কলকাতা বইমেলার দিনক্ষণ। জানুয়ারির পরিবর্তে আগামী জুলাইতে সেন্ট্রাল পার্কে বসবে বইমেলা। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড।

ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশন প্রকাশিত ক্যালেন্ডার অনুসারে জানুয়ারি মাসের শেষের দিকে হওয়ার কথা ছিল বইমেলার। কিন্তু এবারে করোনার জন্য বদল আনা হয়েছে।

৪৫ তম কলকাতা বইমেলায় থিম কান্ট্রি বাংলাদেশ। শেখ মুজিবর রহমানের জন্ম শতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে এবারের বইমেলায় বিশেষ চমক হিসাবে থাকবে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্ম বার্ষিকী এবং পালিত হবে সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ।

আরও পড়ুনঃ শুরুর অপেক্ষায় দক্ষিণেশ্বর মেট্রো, পর্যবেক্ষণে আসছেন সেফটি কমিশনার

পরিস্থিতি স্বাভাবিক হলেই বইমেলার দিনক্ষণ ঘোষণার কথা ছিল। বৃহস্পতিবার গিল্ডের তরফে বলা হয় জুলাই মাসেই হবে বইমেলা। তবে দিনক্ষণ কিছুই ঘোষণা হয়নি।

বৃহস্পতিবার গিল্ডের তরফে জানানো হয়, এখন করোনা পরিস্থিতি অনেকটাই স্বভাবিক হয়েছে। সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই জুলাই মাসে হবে ৪৫ তম কলকাতা বইমেলা।

সামনেই রয়েছে নির্বাচন। এরপর সিবিএসসি, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। সেই কারণেই পিছিয়ে দেওয়া হয়েছে বইমেলার দিনক্ষণ।

৪৫ তম আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণের জন্য আবেদন পত্র জমা নেওয়া হবে ১ মার্চ থেকে।

সম্পর্কিত পোস্ট