জম্মু-কাশ্মীরের দুই জেলায় চালু হচ্ছে ফোর জি পরিষেবা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ১৫ অগাস্ট থেকে জম্মু-কাশ্মীরে চালু হবে ফোর জি ইন্টারনেট পরিষেবা। সুপ্রিম কোর্টকে জানালো কেন্দ্র।
তবে এই মুহুর্তে গোটা জম্মু-কাশ্মীরে ফোর জি চালু করা সম্ভব নয়। নব গঠিত স্পেশাল কমিটির তরফে জানানো হয়েছে জম্মুর একটি এবং কাশ্মীরের একটি জেলায় চালু করা হবে ইন্টারনেট পরিষেবা।
তবে সন্ত্রাসবাদের কথা মাথায় রেখে লাইন অব কন্ট্রোল এলাকাগুলিতে এখনই ফোর জি পরিষেবা চালু করতে নারাজ কেন্দ্র। যে সমস্ত জায়গাগুলিতে জঙ্গিদের কার্যকলাপ একেবারে নিষিদ্ধ সেখানেই প্রাথমিকভাবে ফোর জি চালু করার প্রস্তাব দিল কেন্দ্র।
আগামী দু’মাস এলাকা পর্যবেক্ষণের পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। গত বছরের ৫ অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর দীর্ঘদিন ধরে সেখানকার ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল।
কয়েকমাস আগে ইন্টারনেট পরিষেবা চালু করা হলেও সেখানে টুজি ছাড়া কোনও পরিষেবা মেলেনি। এদিন সুপ্রিম কোর্টে সরকারের হয়ে সওয়াল জবাবে অংশগ্রহণ করেন এটর্নি জেনারেল কেকে ভেনুগোপাল৷ সেখানেই দুই জেলায় ফোর জি চালু করার প্রস্তাব আনেন তিনি।
জম্মু-কাশ্মীরে দ্রুত ফোর জি পরিষেবা চালু করার বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ফাউন্ডেশন দর মিডিয়া নামের একটি এনজিও। অভিযোগ, সুপ্রিম কোর্টের আদেশ থাকার পরেও জম্মু-কাশ্মীরে ফোর জি পরিষেবা চালু করেনি প্রশাসন৷
রাজস্থানে গেহলোট সুপার পাওয়ার
গত শুক্রবার জম্মু-কাশ্মীরে ফোর জি পরিষেবা চালু করার বিষয়ে জম্মু-কাশ্মীর প্রশাসনের দিকে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট৷ কিছু এলাকায় প্রাথমিকভাবে ফোর জি চালু করা যায় কি না, আদালতের তরফে এই প্রশ্ন ওঠার পর কিছুটা সময় চেয়ে নেয় জম্মু-কাশ্মীর প্রশাসন।
এরই মধ্যে উপরাজ্যপাল পদে জিসি মুর্মুকে বদল করে সেই পদে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহাকে আনা হয়। রাজনৈতিক মহলের মতে, জম্মু-কাশ্মীরের ফোর জি পরিষেবা চালু করার বিষয়ে যে জল্পনা তৈরি হয়েছিল তাতেই জল ঢালতে উপরাজ্যপাল পদে বদল আনা হয়।