শিলিগুড়ি থেকে গ্রেফতার ৫ বাংলাদেশী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অভিযান চালিয়ে পাঁচ বাংলাদেশি রোহিঙ্গাকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের রেল পুলিশ। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল আব্দুল মল্লিক, সোফিয়া বেগম, ইনায়াত রহমান, মহম্মদ হাসান এবং সামসিরা বেগম।
পুলিশি জেরায় জানা গেছে, ধৃতরা আগরতলা থেকে আনন্দবিহার এক্সপ্রেস ট্রেনে করে দিল্লি যাওয়ার টিকিট কেটেছিল। বাংলাদেশের চট্টগ্রামের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ১০ জানুয়ারি পালিয়ে যায় তারা।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/corona-vaccine-is-being-provided-to-the-districts-preparations-for-distribution-are-in-full-swing/
এরপর ইন্দো- বাংলাদেশ সীমান্ত পার হয়ে ত্রিপুরার আগরতলা পৌছয়। সেখান থেকে ভুয়ো পরিচয়ে অনলাইনে টিকিট কেটে ১১ জানুয়ারি রাতে আগরতলা থেকে ট্রেনে উঠে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। তাদের জম্মুতে যাওয়ার পরিকল্পনা ছিল।
যদিও তার আগেই মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে এনজেপি জিআরপি। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।