উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে মৃত এরাজ্যের ৫

দ্য কোয়ারি ডেস্ক:  উত্তরাখণ্ডে (Uttarakhand) ট্রেকিং এ গিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে বলে উত্তরাখন্ড সরকার সূত্রে খবর। এই ৯ জনের মধ্যে এ রাজ্যের ৫ জন রয়েছে বলে নবান্ন (Nabanna) সূত্রে জানা গিয়েছে।

রাজ্য প্রশাসনের এক শীর্ষ কর্তা জানিয়েছেন জাতীয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (Ndrf)উদ্ধার কাজে নেমেছে রাজ্য সরকার উত্তরাখান্ড সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে।

মৃতদেহ গুলি উদ্ধার হলে রাজ্য সরকার পরিবারের হাতে তুলে দিতে সবরকম সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে। বেশ কয়েকটি বেসরকারি সংস্থার উদ্যোগে ট্রেকিং গিয়েছিলেন এঁরা। বেসরকারি সংস্থা গুলি ও চাপারের সাহায্য নিয়ে উদ্ধারের কাজে নেমেছে বলে জানা গিয়েছে।

এখনও পর্যন্ত এ রাজ্যের ৭০জন পর্যটক উত্তরাখন্ডে আটকে রয়েছে। তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছে সরকার। উত্তরাখন্ড সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখাছে রাজ্য।

পর্যটকেরা সুরক্ষিতই রয়েছেন। যে যেখানে রয়েছেন, তাঁকে সেখানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে প্রত্যেককেই উদ্ধার করে ফেরানো হবে।

রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের ২৪ ঘণ্টার কন্ট্রোল রুমে উত্তরাখণ্ডে আটকে থাকা পর্যটকদের পরিবার যোগাযোগ করলে ও সরকার সব রকম সহযোগিতা করবে। কন্ট্রোল রুমের টোল ফ্রি নম্বর ১০৭০।

সম্পর্কিত পোস্ট