৭ হাজার কিলোমিটার আকাশপথ পার করে ভারতে এল ৫ রাফায়েল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বহু বিতর্কের পর প্রায় ৭ হাজার কিলোমিটারের আকাশপথ পার করে ভারতে এল পাঁচ রাফায়েল যুদ্ধবিমান। এদিন হরিয়ানার আম্বালা বিমান ঘাঁটিতে পদার্পন করল রাফায়েল বিমান।

এদিন পাঁচটি শক্তিশালী বিমানকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান আরকেএস ভাদুড়িয়া।
২০১৬ সালে ৫৯ হাজার কোটি টাকার বিনিময়ে রাফায়েল বরাত মেলে ফ্রান্সের কোম্পানি দাঁসো এভিয়েশন।

ভারতের মাটিতে রাফায়েল ছোঁয়ার আগেই একেবারে কড়া নিরাপত্তা জারি করা হয়। পাকিস্তান সীমান্ত থেকে ২০০ কিলোমিটার দুরে অবস্থিত এই বিমানঘাঁটি আশেপাশে কড়া নিরাপত্তা।

ওই এলাকার চারটি গ্রামে কোনও ভিড় জমানো যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি ড্রোন উড়িয়ে কোনও ছবি তোলাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গতকাল এয়ারফোর্সের তরফে একটি ভিডিও প্রকাশ্যে আনা হয়। যেখানে প্রায় ৩০ হাজার ফুট উচুতে একটি ফ্রেঞ্চ ট্যাঙ্কার থেকে জ্বালানী ভর্তি করতে দেখা গিয়েছে।

ফ্রান্স থেকে ভারতে আসার মাঝে সংযুক্ত আরব আমিরশাহির একটি বিমানবন্দরে জ্বালানী ভর্তি করে। এলাকার সমস্ত বাসিন্দাদের বাতি জ্বালিয়ে যুদ্ধবিমান রাফায়েলকে স্বাগত জানাতে আর্জি জানিয়েছেন স্থানীয় বিধায়ক৷

সেইসঙ্গে ভারতে আসতে চলেছে ফোনিক্স এমআরটিটি রিফিউলিং প্লেন। করোনার সঙ্গে লড়াই করতে ফ্রান্স থেকে আনা হচ্ছে এক লক্ষ কিট, ৭০ টি ভেন্টিলেটর এবং ১০ জন চিকিৎসকের একটি টিমও।\

বছর ঘুরলেও কাশ্মীরের স্থিতিশীলতা প্রশ্নাতীত

গত বছরের অক্টোবর থেকেই যুদ্ধবিমান রাফায়েলের ডেলিভারি শুরু হয়ে যায়। গত বছর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ফ্রান্স সফরের পরেই ভারতের মাটিতে রাফায়েল আসা ছিল সময়ের অপেক্ষা।

২০২২ এর মধ্যে বাকি ৩১ টি রাফায়েল ভারত পাবে বলে জানা গিয়েছে।

এই মুহুর্তে চিন এবং পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত সমস্যা নিয়ে লড়াই করে চলেছে ভারত। ঠিক এখনই ভারতের অস্ত্রভান্ডারে রাফায়েলের উপস্থিতি আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট