১৭ রাজ্যের ৫৫ রাজ্যসভা আসনে ভোট ২৬ মার্চ, জানাল নির্বাচন কমিশন
দ্বিবার্ষিক এই নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ৬ মার্চ এবং ১৩ মার্চ মনোনয়ন জমা করার শেষ দিন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে নির্বাচন কমিশন।
দ্য কোয়ারি ডেস্কঃ ১৭ রাজ্যের ৫৫ রাজ্যসভা আসনে ভোট হবে ২৬ মার্চ।একই দিনে হবে ভোটগণনা।মঙ্গলবার এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।
পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনা, অসম, বিহার, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ, মনিপুর, রাজস্থান এবং মেঘালয়ে রাজ্যসভার নির্বাচন হবে।
এপ্রিলেই মেয়াদ শেষ হবে এনসিপি নেতা শারদ পাওয়ার, আরপিআই নেতা কেন্দ্রীয় মন্ত্রী, রামদাস আতাউলে, সিনিয়র কংগ্রেস নেতা মোতিলাল ভোরা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পিযুষ গোয়েল সহ মোট ৫৫ সাংসদের।
আরও পড়ুনঃ করোনা আতঙ্কে তলানিতে ঠেকেছে সেনসেক্স
মহারাষ্ট্রের ৭, ওড়িশার ৪, তামিলনাড়ুর ৬, পশ্চিমবঙ্গের ৫ রাজ্যসভা সাংসদের মেয়াদ শেষ হবে ২ এপ্রিল।
৯ এপ্রিল মেয়াদ শেষ হবে অন্ধ্রপ্রদেশের ৪, তেলেঙ্গনার ২, অসমের ৩, বিহারের ৫, ছত্তিশগড়ের ২, গুজরাটের ৪, হরিয়ানার ২, হিমাচলপ্রদেশের ১, ঝাড়খন্ডের ২, মধ্যপ্রদেশের ৩, মনিপুরের ১, রাজস্থানের ৩ সাংসদের।
অন্যদিকে, মেঘালয়ে এক রাজ্যসভা সাংসদের মেয়াদ শেষ হবে ১২ এপ্রিল।
দ্বিবার্ষিক এই নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ৬ মার্চ এবং ১৩ মার্চ মনোনয়ন জমা করার শেষ দিন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে নির্বাচন কমিশন।