চার কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রচারে আসছে ১ মুখ্যমন্ত্রী ও ৭ কেন্দ্রীয় মন্ত্রী

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: সদ্য ৩ বিধানসভা কেন্দ্রের নির্বাচনে খালি হাতে ফিরতে হয়েছে বিজেপিকে। তাই আসন্ন চারটি কেন্দ্রের উপনির্বাচনে জোর দিতে চাইছে বিজেপি। শুক্রবার বিজেপি প্রকাশিত তারকা প্রচারকের তালিকায় থাকছেন ২০ জন। এর মধ্যে ৭ জন কেন্দ্রীয় মন্ত্রী ও ১ মুখ্যমন্ত্রী।

আগামী ৩০ তারিখ কোচবিহারের দিনহাটা, নদীয়ার শান্তিপুর, উত্তর ২৪ পরগণার খড়দাহ এবং দক্ষিণ ২৪ পরগণার গোসাবা কেন্দ্রে রয়েছে নির্বাচন। চারটি কেন্দ্রের মধ্যে গত বিধানসভা নির্বাচনে শান্তিপুর ও দিনহাটা ২ টি আসনে জয়লাভ করেছিল বিজেপি৷ কিন্তু জয়লাভ করলেও বিধায়ক পদ থেকে ইস্তফা দেন নীশিথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার। পরে মোদি কেবিনেটের মন্ত্রী হন নীশিথ। তাই দুটি আসনই ধরে রাখতে চায় বিজেপি।

এবারে তাই ২০ জন তারকা প্রচারকের নাম ঘোষণা করেছে বিজেপি। এই তালিকায় থাকছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। অসম লাগোয়া দিনহাটা কেন্দ্রে জোর দিতেই এরাজ্যে প্রচারে আনা হচ্ছে তাঁকে। রয়েছেন, স্মৃতি ইরানী কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, নীশিথ প্রামাণিক, সুভাষ সরকার, জন বারলা, গিরিরাজ সিং, প্রতিমা ভৌমিক।

এছাড়াও প্রচারে থাকবেন রাজ্য নেতৃত্বের একাধিক ব্যক্তিবর্গ। সেই তালিকায় রয়েছেন বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, মাফুজা খাতুন, অমিতাভ চক্রবর্তী, রাহুল সিনহা সহ আরও অনেকেই।

ইতিমিধ্যেই চার কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। দিনহাটায় অশোক মণ্ডল, শান্তিপুরে নিরঞ্জন বিশ্বাস, খড়দহে জয় সাহা এবং গোসাবায় পলাশ রানাকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। স্থানীয়দের প্রাধান্য দিতে চাইছে এবার বিজেপি। তাই লড়াই সোজা হবে না বলে মনে করছে রাজনৈতিক মহল।

সম্পর্কিত পোস্ট