Fire breaks out Mumbai: মুম্বাইয়ের বহুতলে আগুন , মৃত ৬, আহত বহু

দ্য কোয়ারি ওযেবডেস্কঃ ফের মুম্বাইয়ের বহুতলে আগুন লাগে । আজ সকালে মুম্বাইয়ের একটি ২০ তলা আবাসিক ভবনের ভিতরে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে।
মুম্বাইয়ের গোয়ালিয়া ট্যাঙ্কের গান্ধী হাসপাতালের বিপরীতে কমলা বিল্ডিংয়ের ১৮ তলায় সকাল ৭ টা নাগাদ আগুন লাগে।

মুম্বাইয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। মুম্বাইয়ের বহুতলে আগুন , ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, গোটা এলাকা কালো ধোয়ায় ঢেকে গেছে।  বহুতলের ভিতর থেকে আগুনের শিখা বেরিয়ে আসছে।

মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকার সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ছয়জন বয়স্ক মানুষের অক্সিজেন সহায়তার প্রয়োজন ছিল। তাদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আছে। তবে ধোঁয়া প্রচণ্ড। সমস্ত মানুষকে উদ্ধার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

ফায়ার ব্রিগেডের কর্মীরা এবং পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ১৩ দমকলের ইঞ্জিন সহ রয়েছে ৫ টি অ্যম্বুলেন্স।

মুম্বাইয়ের বহুতলে আগুন, মৃত ৬

দমকলের তরফে জানানো হয়েছে, আহতদের তিনটি কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চারজন নায়ার হাসপাতালে তাদের আঘাতের কারণে মারা গেছে। কস্তুরবা হাসপাতালে একজন মারা গেছেন। ভাটিয়া হাসপাতালে অন্য একজন রোগী মারা গেছে।

বিজেপি নেত্রী প্রীতি গান্ধী ঘটনাটির টুইটারে একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। শাসক দলের দিকে নিশানা করে তিনি বলেছেন, যথারীতি অজুহাত তৈরি করা হবে অগ্নিকান্ডের ঘটনার জন্য।”

Subhash Bhowmick: পিকের ‘ভোম্বল’ আর নেই, কলকাতা ময়দানের আরেক তারা খসে পড়ল

মুম্বাইয়ের বহুতলে আগুন এর ঘটনায় মহারাষ্ট্র বিজেপির সভাপতি এবং বিধায়ক মঙ্গল প্রভাত লোধা জানান, এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা।

সম্পর্কিত পোস্ট