জন্মের ৬ ঘন্টা পর জানা গেল করোনায় আক্রান্ত সদ্যজাত

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গর্ভে থাকা অবস্থাতেও মায়ের থেকে সংক্রমিত হতে পারে শিশুও। যা নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়তে শুরু করেছে। দিল্লির রামনগর লোহিয়া হাসপাতালে করোনা নিয়ে জন্মালো এক সদ্যজাত। যা গোটা দেশে প্রথম বলে দাবি হাসাপাতালের চিকিৎসকের।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে শিশু জন্ম দেওয়ার আগে ওই প্রসূতি সুস্থ হয়ে ওঠেন। শিশুটি জন্মানোর ৬ ঘন্টা পর তার রক্ত পরীক্ষা করা যায়। সেখানেই জানা যায় শিশুটি করোনা আক্রান্ত।

এর আগে করোনা নিয়েই  লন্ডনে এক শিশুর জন্ম হয়েছিল। বিশ্বের সবচেয়ে কনিষ্ঠতম করোনায় আক্রান্ত রোগী হিসেবে চিহ্ণিত হয়েছিল ওই একরত্তি।চিকিৎসকদের অনুমান ছিল, মাতৃগর্ভে থাকাকালীনই তার দেহে করোনার সংক্রমণ হয়েছে। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে শিশুটি।

সম্প্রতি চিনের একটি গবেষণা মারফৎ জানা গিয়েছিল গর্ভে থাকা অবস্থাতে ভ্রুণও সংক্রমিত হতে পারে সার্স-কোভ-২ ভাইরাসে। কিন্তু সেই সময় উপযুক্ত প্রমাণ না মিললেও, দিল্লির এই ঘটনায় তা প্রমাণ করে দিল।

করোনা চিকিৎসায় রাজ্যে বাড়ছে ১ হাজার শয্যা

তবে বিতর্ক থেকেই যাচ্ছে। আমেরিকান জার্নাল অফ পেরিনেটোলজিতে প্রকাশিত একটি প্রতিবেদনে বিজ্ঞানীরা জানিয়েছিলেন, প্রসূতির থেকে তাঁর গর্ভস্থ ভ্রূণে করোনা সংক্রমণের কোনও তাৎপর্যপূর্ণ প্রমাণ মেলেনি এখনও পর্যন্ত।

আবার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের কথায়, এই সংক্রমন বিভিন্ন ভাবে হতে পারে। প্রসবের ঠিক পরেও শিশুটি করোনা সংক্রমিত হতে পারেন। সবটাই পরীক্ষা সাপেক্ষ।

হাসাপাতাল সূত্রে আরও জানা গেছে, নাঙ্গালোইয়ের বাসিন্দা ২৫ বছরের ওই তরুণী জুন মাসে ভর্তি হন হাসাপাতালে। সেখানেই জানা যায় তিনি করোনায় আক্রান্ত। পরে তার স্বামীও করোনা আক্রান্ত হন।

ওই তরুনী যেদিন সেরে ওঠেন তার পরের দিনই তিনি মা হন। হাসপাতালের তরফে জানানো হয়েছে শিশুটিকে এখন কড়া নজরদারিতে রাখা হয়েছে।

সম্পর্কিত পোস্ট