ঢাকায় জোরালো বিস্ফোরণে মৃত ৬, আহত ৫০

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবার সন্ধ্যেয় ঢাকার মগবাজারে বিরাট বিস্ফোরণ। ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের৷ নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু বলে জানা গিয়েছে। আহত হয়েছেন ৫০ জন৷ আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই তাঁদেরকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত দমকলের ১৩ টি ইঞ্জিন।

রবিবার সন্ধে ৭ টা নাগাদ ঢাকার ওয়্যারলেস গেটের কাছে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর হঠাৎ ওই এলাকায় আগুন লেগে যায়৷ বিস্ফোরণের জেরে পুড়ে ছাই একটি বাস। পুড়ে গিয়েছে বেশ কিছু ঘরবাড়ি। এখনও বিস্ফোরণের কারণ জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।

নারদ মামলার শুনানির আগেই হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণ চেয়ে বার কাউন্সিলের চিঠি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে

স্থানীয় সূত্রে খবর, বৈদ্যুতিক তারের ওপর কিছু একটা এসে পড়তেই আগুন ধরে যায়। সেইসঙ্গে তীব্র শব্দও হয়। ঘটনায় ৩৯ জনের গায়ে আগুন লাগে। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট