শেষ দফার নির্বাচনে মোতায়েন ৬৪১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার রাজ্যে অষ্টম দফার নির্বাচন। শেষ দফায় চার জেলায় রয়েছে ৩৫ টি আসনে নির্বাচন। রাজ্যের শেষ দফায় মোতায়েন করা হবে ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটের কাজে ব্যবহার করা হবে ৬৪১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

বীরভূমের ৩,৯০৮ টি বুথের নির্বাচনে মোতায়েন থাকছে ২২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদহের ২,০৭৩ টি বুথের নির্বাচনে থাকছে ১১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদানাদের ৩,৭৯৬ টি বুথে থাকছে ২১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। উত্তর কলকাতার ২,০৮৩ টি বুথে থাকছে ৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

বিশেষ নজরে থাকছে বীরভূম জেলা। তন্ময় বন্দ্যোপাধ্যায়, সুমন কান্তি ঘোষ, নির্মল কুমার দাস, বিশ্বজিৎ নস্কর, শীর্ষেন্দু দাস এবং কুদরতে খোদা সহ ছয় পুলিশ আধিকারিককে বদলি করেছে নির্বাচন কমিশন। শুক্রবার অবধি বীরভূমের পুলিশ সুপারের সঙ্গে কাজ করবেন তাঁরা।

আরও পড়ুনঃ এবার ফিরহাদ হাকিমকে নোটিশ নির্বাচন কমিশনের

অন্যদিকে, বীরভূমের নির্বাচনের আগে নজরবন্দী করা হয়েছে বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে। তাঁর ওপর ভিডিওগ্রাফির মাধ্যমে নজরে রাখা হবে। শুক্রবার সকাল অবধি তাঁর সঙ্গে থাকবেন কেন্দ্রীয় বাহিনী সহ এক আধিকারিক।

যদিও নজরবন্দী থেকেও খেলা হবে শ্লোগান তুললেন বীরভূমের দাপুটে নেতা। বুধবার কেন্দ্রীয় বাহিনীর সামএন দিয়েই গাড়ি নিয়েই বেরিয়ে গেলেন তিনি। ধাওয়া করে কোনও লাভ হয়নি। গাড়ির ভিড়ে তাঁকে খুঁজে পেতে হিমশিম খায় কেন্দ্রীয় বাহিনী।

সম্পর্কিত পোস্ট