ইস্টবেঙ্গল ক্লাবের সামনে সমর্থকদের বিক্ষোভে, গ্রেফতার ৭-৮ জন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ইস্টবেঙ্গল ক্লাবের সামনে সমর্থকদের বিক্ষোভ। রনক্ষেত্র পরিস্থিতি তৈরী হয় লেসলি ক্লডিয়াস সরণীতে। বিক্ষোভের সম্ভাবনার খবর সামনে আসতেই ঘটনাস্থলে আগেই মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।

বিগত কয়েকদিন ধরেই লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তি নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে ইস্টবেঙ্গলের। তারই রেশ এবার পড়ল সমর্থকদের মধ্যেও। এদিন চুক্তিপত্র নিয়ে কী হচ্ছে তা-ই জানতে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত সমর্থকরা। যা পৌঁছয় হাতাহাতিতে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে।

ঘটনায় আহত অনেক ইস্টবেঙ্গল সমর্থক। জানা যাচ্ছে ইতিমধ্যেই ৭ থেকে ৮ জন কে আটক করেছে পুলিশ। তার মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে বলেই জানা যাচ্ছে।

ডিসি সাউথ আকাশ মাঘরিয়া জানান, ২ ঘন্টা ধরে অবরোধ চলছিল, তা স্বাভাবিক করতেই পুলিশ সচেষ্ট ছিল। পুলিশের গাড়িতে আক্রমণ করার জন্যই অল্পবিস্তর লাঠিচার্জ করা হয়েছে। যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শহীদ দিবস পালনে কোচবিহারে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, পার্থর তোলা পতাকা নামিয়ে দিলেন রবীন্দ্রনাথ ঘোষ !

শ্রী সিমেন্টের সঙ্গে প্রাথমিক চুক্তিতে সাক্ষর করেছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। চুক্তিপত্রের শর্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেয় সমর্থকদের একাংশ। এদিন দুপুরের পর থেকেই লেসলি ক্লডিয়াস সরণীতে সামনে জমায়েত হতে শুরু করেন ইস্টবেঙ্গল সমর্থকরা।

পাল্টা সেখানে উপস্থিত হন ক্লাব কর্তাদের ঘনিষ্ঠ সমর্থকরা। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে উত্তপ্ত বাক্য বিনিময় করতে থাকে। সেই উত্তেজনা পৌঁছায় দুই পক্ষের হাতাহাতিতে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। যদিও পুলিশের পক্ষ থেকে অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট