সংশোধিত ভোটার তালিকায় নাম জুড়ল ৭ কোটি ৩২ লাখের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। নতুন তালিকায় মোট ভোটার ৭ কোটি ৩২ লাখ ৯৪ হাজার ৯৮০জন। আগে মোট ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ১৮ লাখ ৪৯ হাজার ৩০৮ জন। ভোটারের সংখ্যা বেড়েছে ২০ লক্ষ ৪৫ হাজার ৫৯৩।

সংশোধিত তালিকায় পুরুষ ভোটার রয়েছেন ৩ কোটি ৭৩ লাখ ৬৬ হাজার ৩০৬। মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৫৯ লাখ ২৭ হাজার ৮৪। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ৭৯০ জন।

ভোটারের সংখ্যা বেড়েছে ২০ লাখ ৪৫ হাজার ৫৯৩ জন। নতুন ভোটার তালিকা অনুযায়ী আগের থেকে ভোটার সংখ্যা বেড়েছে ২.০১ শতাংশ।

সংশোধিত তালিকা থেকে নাম বাদ পড়েছে ৫ লাখ ৯৯ হাজার ৯২১ জনের। নাম সংশোধন সহ অন্য সংশোধন হয়েছে ১৪ লাখ ৪৫ হাজার ৬৭২ জনের। এছাড়াও মোট সার্ভিস ভোটার আছেন এবারের তালিকায় ১,১২,৬৪২ জন।

তবে নির্বাচন কমিশন জানিয়েছে, এখনো পর্যন্ত যদি কেউ ভোটার তালিকায় নাম তুলতে চান বা নাম বা অন্য কোনও কিছু সংশোধন করতে চান তা করা যাবে অফলাইন ও অনলাইনে। এই নাম সংযুক্তিকরণের কাজ করা যাবে সংশ্লিষ্ট এলাকায় নোটিফিকেশন হওয়ার আগের দিন পর্যন্ত।

আরও পড়ুনঃ আজ বাংলায় শুরু টিকাকরণ, টিকা প্রাপকের কয়েকজনের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী

ভোটার তালিকা প্রকাশ পাওয়ার পরই রাজনৈতিক মহলের নজর থাকবে নির্বাচনের দিন ঘোষণার দিকে। মনে করা হচ্ছে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকেই ভোট পর্ব শুরু হয়ে যাবে বাংলায়।

সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি দিন ঘোষণা করে দেওয়া হতে পারে। আর তখন থেকেই রাজ্য জুড়ে চালু হয়ে যাবে নির্বাচনের আচরণবিধি।

এখনই কত দফায় নির্বাচন হবে পশ্চিমবঙ্গে সেটা সঠিকভাবে বলা না গেলেও সংখ্যাটা যে বাড়বে সে নিয়ে কোন সন্দেহ নেই। এর পাশাপাশি কোভিড প্রটোকল মানার জন্য রাজ্যে যেখানে মোট বুথের সংখ্যা ছিল ৭৮,৯০৩ টি, সেখানে একই কেন্দ্রে অক্সিলারি বুথ তৈরি করা হবে।

যার ফলে এই সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ১,০১,৭৩৩ টি। এর ফলে যে বুথে ভোটারের সংখ্যা ছিল ১৫০০ র বেশি এবার তাকে দুটি ভাগে বিভক্ত করে দেওয়া হবে।

আরও পড়ুনঃ গঙ্গাপারের জেলায় স্পষ্ট রাজনৈতিক শূন্যতা, বিকল্প দীপক দাসকেই চাইছেন আমজনতা

যদিও এদিন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, তার সঙ্গে বিজেপির দাবি মিলছে না। কারণ ভোটার সংখ্যা যে পরিমাণ বেড়েছে, সেটা বিধানসভা পিছু ভাগ করলে দেখা যাবে সংখ্যাটা ৫ হাজারের কাছাকাছি। আজ ভোটার তালিকা প্রকাশের দিকে তাকিয়ে ছিলেন রাজনীতি সচেতন মানুষজন।

নির্বাচনী প্রক্রিয়া কার্যত এদিন থেকেই শুরু হয়ে গেল। সামনের সপ্তাহে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখবেন তাঁরা। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ জুড়ে এখন টানটান উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে জেলা থেকে শহর সর্বত্র।

সম্পর্কিত পোস্ট