আজই রাজ্যের ৭ লক্ষ কৃষকের একাউন্টে কেন্দ্রের ২ হাজার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের মানুষকে খোলা চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার। বিশেষ করে সম্বোধন রাজ্যের কৃষকদের। শেষমেশ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা পাচ্ছেন রাজ্যের কৃষকরা।
জানা গিয়েছে, রাজ্যের ৭ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজই কেন্দ্রের ওই প্রকল্পের প্রথম কিস্তির টাকা সরাসরি ঢুকছে। কেন্দ্রের এই আর্থিক সুবিধা পেতে বাংলার কৃষকদের জন্য লড়াই চালিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। তাই এই খোলা চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চিঠিতে কৃষকদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, কেন্দ্রের প্রকল্পে এরাজ্যের কৃষকদেরও অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিল সরকার। এব্যাপারে একাধিক কাজও করেছে বাংলার সরকার। পিএম কিষাণ নিধি প্রকল্পে কৃষকদের ১৮ হাজার টাকা প্রাপ্য হলেও, তা দেওয়া হচ্ছে না বলে চিঠিতে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। প্র
ধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্পের টাকা দেওয়া নিয়ে দিল্লির সরকার দীর্ঘ টালবাহানা করছিল বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে মুখ্যমন্ত্রী কৃষকদের উদ্দেশ্যে লিখেছেন, ”এইটুকুও পেতেন না যদি না আমরা আপনাদের হয়ে লড়াই করতাম।”
উল্লেখ্য, প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অষ্টম কিস্তির টাকা ঢুকতে চলেছে এরাজ্যের কৃষকদের অ্যাকাউন্টেও। আজ অক্ষয় তৃতীয়া ও ইদ-এর দিনে বাংলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কেন্দ্রীয় সাহায্যের টাকা পৌঁছে যাবে বলে জানিয়েছে মোদি সরকার। পিএম কিষাণ নিধির সপ্তম কিস্তির টাকা গত ২৫ ডিসেম্বর দেওয়া হয়েছিল।
২০১৯ সালে এই প্রকল্পটি চালু করে কেন্দ্রের মোদি সরকার। কৃষক পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেওয়াই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল। এই প্রকল্পে বছরে ৬ হাজার টাকা করে পেয়ে থাকেন কৃষকরা। মোট ৪ কিস্তিতে এই টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়।
এদিকে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে রাজ্যের কৃষকদের ১৮ হাজার টাকা প্রাপ্য হলেও তাঁরা পাচ্ছেন অনেক কম। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, রাজ্য সরকার লড়াই না করলে কেন্দ্রীয় এই সাহায্যটুকুও কৃষকরা পেতেন না।