বাজি ফাটানো বন্ধ করতে গিয়ে আহত ৭ পুলিশ কর্মী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সরকারী নির্দেশকে উপেক্ষা করেই চলছিল বাজি পোড়ানোর কাজ। খবর পেয়ে বন্ধ করতে গিয়ে আক্রান্ত কয়েকজন পুলিশ কর্মী। হাওড়ার বালি থানা এলাকার এক অভিজাত আবাসনের ঘটনা। ঘটনায় আক্রান্ত হয়েছেন ৭ জন বেলুড় থানার পুলিশ।

অভিযোগ, বৃহস্পতিবার রাতে বাজি ফাটানোর খবর পেয়ে ওই অভিজাত আবাসনে উপস্থিত হয় পুলিশ। বাজি ফাটানো বনন্ধ করতে গেলে হামলা চালায় বাসিন্দারা।

হামলার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে বালি থানার পুলিশ সূত্রের খবর। অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করবে পুলিশ।

অন্যদিকে আক্রান্ত পুলিশ কর্মীদেরকে নিকটবর্তী বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আঘাত না পেলেও পুলিশকর্মীদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনায় স্থানীয়দের কাছ থেকে মন্তব্য মেলেনি। তবে পুলিশের গায়ে হাত দেওয়া ঠিক হয়নি বলে জানাচ্ছেন অনেকেই।

অন্যদিকে আদালতের নির্দেশের পরেও নিউটাউন এবং বিধাননগর এলাকা থেকে প্রচুর পরিমাণে বাজি উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় দক্ষিণ থানা এলাকায় দুজন এবং নিউটাউন থানা এলাকায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুই জায়গা থেকে প্রায় ৪৩ কেজি বাজি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

সম্পর্কিত পোস্ট