ক্রমাগত বেড়ে চলেছে করোনার দাপট, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৩
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশের মধ্যে ক্রমাগত বেড়ে চলেছে করোনার দাপট। বিদেশমন্ত্রী এস জয়শংকর বৃহস্পতিবার টুইটারে বলেন, ৬২ থেকে আক্রান্তের সংখ্যা ৭৩ হয়ে দাঁড়িয়েছে। কিছু কিছু জায়গায় কড়া নজরদারি রয়েছে। ইতিমধ্যেই ১৫ এপ্রিল অবধি সমস্ত দেশের ভিসা বাতিল করেছে কেন্দ্র সরকার। ৩১ মার্চ অবধি দিল্লির সমস্ত স্কুল-কলেজ এবং সিনেমাহল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার।
এখনও অবধি ইরানে ৬ হাজার জন ভারতীয় আটকে রয়েছেন দাবী করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। কিভাবে তাঁদেরকে ভারতে ফিরিয়ে আনা যায় তার জন্য উপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করবে সরকার। ইতিমধ্যেই ৫৮ জন ভারতীয়কে ইরান থেকে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ পাল্লা দিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা
এখনও অবধি কেরলে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জন। হরিয়ানায় আক্রান্তের সংখ্যা ১৪ জন। যাদের মধ্যে ১৪ জন পর্যটক। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১১ জন। উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ১০ জন, দিল্লিতে আক্রান্ত ৬ জন এবং কর্নাটকে আক্রান্ত ৪ জন। আগামী ৩১ মার্চ অবধি দিল্লির সমস্ত স্কুল, কলেজ, সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র।
চিনের উহান প্রদেশ থেকে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে মারণ রোগ করোনা। এখনও অবধি বিশ্বের ১০৮ টি দেশের ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর ভাইরাস। মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। ভয়াবহ রোগটিকে ‘মারনরোগ’ বলে আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।