গোয়া হাসপাতালে অক্সিজেনের ঘটতি, চার দিনে ৭৪ জনের মৃত্যু

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সময় যতই গড়াচ্ছে ততই প্রকট হচ্ছে অক্সিজেন সংকট। এবার অক্সিজেনের ৪ দিনে মৃত্যু হয়েছে ৭৪ জনের। গোয়া মেডিকেল কলেজ এবং হাসপাতালের ঘটনা। চলতি সপ্তাহেই হাসপাতালের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। কিন্তু তার পরেও এই ঘটনা নিয়ে রাজ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিজয় সারদেশাই জানিয়েছেন, গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন ব্যাপক সংখ্যক রোগীর মৃত্যু হচ্ছে। শুধুমাত্র শুক্রবার রাত ১ টা থেকে ৬ টা অবধি ১৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে ১৫ জনের। বুধবার সেই সংখ্যাটা ছিল ২০ জন। মঙ্গলবার ২৬ জনের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

গোটা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী। কোভিড রোগীদের কোনও অক্সিজেন এবং প্রয়োজনীয় সামগ্রীর ক্ষেত্রে কোনও সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি। মুখ্যসচিবের তরফে কিছুদিন আগেই জানানো হয়েছিল মে মাসের ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে মহারাষ্ট্রের কোলাপুর থেকে প্রায় ৬৬.৭৪ মেট্রিক টন অক্সিজেন গোয়ায় পাঠানো হয়েছে। কিন্তু সেই পরিমাণ অক্সিজেন পর্যাপ্ত নয় বলে দাবী করা হয়।

প্রতিদিন ১১ মেট্রিক টনের পরিবর্তে ২২ মেট্রিক টন অক্সিজেন প্রয়োজন বলে জানিয়েছেন গোয়ার বিজেপি পরিচালিত সরকার।
ইতিমধ্যেই গোয়ার কোভিড পরিস্থিতি নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। নতুন রোগীদের জন্য কোনও জায়গা বলে জানা গিয়েছে।

গোটা ঘটনার শুনানি শুরু হয়েছে বম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চে। অক্সিজেন এবং প্রয়োজনীয় সামগ্রীর অভাবে কোনও মানুষের যাতে না মৃত্যু হয় এমনটাই নির্দেশ আদালতের। গোয়ার কোভিড পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে আদালত। শুক্রবার সন্ধ্যে ৭ টার মধ্যে তা জমা দেওয়ার কথা বলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট