ডেরেক, দোলা সহ রাজ্যসভার আট বিরোধী সাংসদকে সাসপেন্ড
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবার বহু বাগবিতন্ডার মাঝেই সংসদে পাশ হল বিতর্কিত দুই কৃষি বিল। যা নিয়ে সংসদের তাপমাত্রা রবিবার চরমে পৌছয়। ওয়েলে নেমে প্রতিবাদে সরব হন রাজ্যসভার বিরোধী দলে সাংসদরা।
এদিন শুরুতেই তৃণমূল সাংসদ ড্রেরেক ব্রায়েনকে বেরিয়ে যেতে বলেন রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু। ডেরেক ও ব্রায়েন, সঞ্জয় সিং, রাজু সাতভ, কে কে রাজেশ, রিপুন বোরা, দোলা সেন, সৈয়দ নাজির হুসেইন এবং এলামারন করিমকে এক সপ্তাহের জন্য রাজ্যসভা থেকে সাসপেন্ড করলেন চেয়ারম্যান।
রবিবার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ন সিংকে উদ্দেশ্য করে মন্তব্য, তাঁর মাইক ভেঙে দেওয়ার চেষ্টার অভিযোগ তোলেন চেয়ারম্যান। দিনটিকে ভীষণ দুঃখের দিন হিসাবে উল্লেখ লরেন তিনি।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-initiative-of-the-chief-minister-this-time-the-tea-workers-will-also-get-bonus-in-pujo/
ডেপুটি চেয়ারম্যানের বিরুদ্ধে আনা কোনও অনাস্থা প্রস্তাব গৃহীত হবে না বলে সাফ জানিয়েদেন চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু।
I order Mr Derek to go out of the House: Rajya Sabha Chairman M Venkaiah Naidu https://t.co/BSjWnK4lvf
— ANI (@ANI) September 21, 2020
Derek O Brien, Sanjay Singh, Raju Satav, KK Ragesh, Ripun Bora, Dola Sen, Syed Nazir Hussain and Elamaran Karim suspended for one week for unruly behaviour with the Chair: Rajya Sabha Chairman M Venkaiah Naidu pic.twitter.com/JUs9pjOXNu
— ANI (@ANI) September 21, 2020
Rajya Sabha adjourned till 10 am, following ruckus by Opposition MPs https://t.co/nSJHf9eBjf pic.twitter.com/gU8WmsH3OK
— ANI (@ANI) September 21, 2020
উল্লেখ্য, রবিবার তিন বিতর্কিত কৃষি বিলের মধ্যে দুটি পাশ করায় কেন্দ্র সরকার। যার বিরোধিতায় সরব হন বিরোধী দলের সাংসদরা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান সাংসদরা।
সেক্রেটারি জেনারেলের টেবিলে উঠে স্লোগান তুলতে শুরু করেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং এবং কংগ্রেস সাংসদ রাজীব সাতাভ।
রুলবুক দেখিয়ে ডেপুটি চেয়ারম্যানের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। তৃণমূল সাংসদের অভিযোগ, সংসদের আইন ভঙ্গ করে রাজ্যসভা টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।
ভারতীয় সংবিধানের জন্য এটি একটি কঠিন সময় বলে দাবী করেন তিনি। দুই কক্ষে বিল পাশ হওয়ার পর এখন রাষ্ট্রপতির কাছে উপস্থিত হবে এই বিল।
সংসদে সংখ্যা কম থাকার কারণে এই বিলের বিরোধ করা তাকে আটকে দেওয়ার চেষ্টা করেন বিরোধী দলের সাংসদরা। বিলের মধ্যে বেশ কিছু পরিবর্তন আনতে সিলেক্ট কমিটির কাছে পাঠানোর জন্য আবেদন জানান অনেকেই। কিন্তু তা হয়নি।