পরবর্তী কর্মসূচী ঠিক করতে ত্রিপুরার পথে তৃণমূলের ৮ সাংসদ

দ্য কোয়ারি ওয়েবডেস্ক:    ত্রিপুরা এখন পাখির চোখ তৃণমূলের। ২০২৪-এর মধ্যে সর্বভারতীয় দল হিসেবে বিস্তার বাড়ানোর প্রচেষ্টায় তৃণমূল এগিয়ে যাচ্ছে। তাতে তাদের প্রথম লক্ষ্য প্রতিবেশী রাজ্য ত্রিপুরা।

আজ ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূলের ৮ সাংসদ। দোলা সেন, কাকলি ঘোষ দস্তিদার, অর্পিতা ঘোষ, প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডল, অপরূপা পোদ্দার, আবীররঞ্জন বিশ্বাস, আবু তাহের খান ছাড়াও এই দলে থাকছেন বসুন্ধরা গোস্বামী।

আজ ত্রিপুরায় যাচ্ছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। আগরতলায় রয়েছেন সাংসদ শান্তনু সেন ও আইনমন্ত্রী মলয় ঘটক। সেখানে মিলিত হয়ে পরবর্তী কর্মসূচি স্থির করবে তৃণমূলের প্রতিনিধিদল ।

অন্যদিকে, শুক্রবারই ত্রিপুরা জুড়ে বিজেপির বিশেষ কর্মসূচি রয়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ওপর হামলার চেষ্টা হয়েছে। এই অভিযোগ তুলেই পথে নামবে বিজেপি। সেই মিছিলে বিজেপির নিশানায় থাকবে তৃণমূল, একথা স্পষ্ট।

আগামী ১৬ অগস্ট অন্যান্য রাজ্যের মতো ত্রিপুরাতেও তৃণমূল ‘খেলা হবে’ দিবস পালন করবে। খেলা দিবস উপলক্ষে ১ লক্ষ ফুটবল বিতরণ করা হবে ত্রিপুরায়।

এই বিশেষ কর্মসূচির আগে বেশিভাগ সাংসদকেই ত্রিপুরা যাওয়ার বার্তা দেওয়া হয়েছে দলের তরফে। বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা জয়া দত্ত, সুদীপ রাহাও আগামী ১৬ অগস্ট ফের ত্রিপুরা যাবেন বলে জানা গিয়েছে।

এই রাজনৈতিক পরিস্থিতিতে, তৃণমূলের অভিযোগ,  বুধবার রাতভর পুলিশ তল্লাশি চালিয়েছে আমবাসায়। এখানেই আক্রান্ত হয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা ও জয়া দত্ত।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইটে দাবি করেছেন, তৃণমূলের সে দিনের গাড়ির চালকসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

শুধু তাই নয়, তৃণমূলের দাবি, জয়া, সুদীপ, দেবাংশুরা ত্রিপুরা গেলে বিমানবন্দর থেকেই যাতে তাঁদের ফের গ্রেফতার করা হয়, তার জন্য মামলা সাজাচ্ছে ত্রিপুরা পুলিশ।

সম্পর্কিত পোস্ট