করোনা: ভারতে সুস্থতার হার বেড়ে ৯০ শতাংশ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত আরও একটি সাফল্যের মাইলফলক অর্জন করল। আজ জাতীয়স্তরে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯০ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৬২,০৭৭ জন আরোগ্য লাভ করেছেন এবং আক্রান্ত হয়েছেন ৫০,১২৯ জন।সরকারিভাবে এমনটাই জানানো হয়েছে।
সরকারি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে করোনায় সুস্থতার সংখ্যাও ক্রমশ ঊর্ধ্বমুখী। এখনও পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৭০ লক্ষ ৭৮ হাজার ১২৩ জন। সুস্থতার সংখ্যা লাগাতার বৃদ্ধি পাওয়ার ফলে আক্রান্তের সংখ্যার সঙ্গে ফারাক ক্রমশ বাড়ছে।
বর্তমানে এই ফারাক বেড়ে হয়েছে ৬৪ লক্ষ ৯ হাজার ৯৬৯। দেশে গত এক সপ্তাহে করোনায় মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে ১ হাজারের নিচে রয়েছে। গত ২ অক্টোবর করোনায় মৃতের সংখ্যা ১,১০০-র নিচে নেমেছিল।
সদ্য আরোগ্য লাভকারীদের ৭৫ শতাংশই ১০টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। এগুলি হল – মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, অসম, উত্তরপ্রদেশ ও ছত্তিশগড়। মহারাষ্ট্র থেকে একদিনেই সর্বাধিক ১০ হাজারের বেশি করোনা রোগী আরোগ্য লাভ করেছেন।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/mozaharul-islam-wrote-durgapujo-2020-about-covid19-situation/
ভারতের নমুনা পরীক্ষাগার নেটওয়ার্কে আরও একটি সাফল্য অর্জিত হয়েছে। মোট নমুনা পরীক্ষাগারের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে।
পুণেতে একটি নমুনা পরীক্ষাগার নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, আজ সেই সংখ্যা পৌঁছেছে ২,০০৩-এ। এই নমুনা পরীক্ষাগারগুলির মধ্যে ১,১২৬টি সরকারি এবং ৮৭৭টি বেসরকারি।