উনকোটির দেশে রাজনৈতিক অস্থিরতাঃ সাক্ষাৎকারে ত্রিপুরার রাজস্ব বিভাগীয় মন্ত্রী এবং আইপিএফটির প্রধান এনসি দেববর্মা
রাজ্যের একাধিক মন্ত্রক নিয়ে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। দীর্ঘদিন ধরে জমতে থাকা ক্ষোভ নিয়ে এবার দিল্লিতে উপস্থিত হয়েছেন ত্রিপুরার গেরুয়া শিবিরের বেশকয়েক জন বিধায়ক এবং মন্ত্রী। হাওয়া ঘোরার আগে নৌকায় পাল দিতে চাইছে গেরুয়া শিবির?
এমন হলে ত্রিপুরা থেকেই শুরু হতে পারে উত্তর-পূর্ব ভারতের রাজনৈতিক মানচিত্রের পরিবর্তন। কালবেলা পত্রিকায় একান্ত সাক্ষাৎকার দিলেন ত্রিপুরার রাজস্ব বিভাগীয় মন্ত্রী এবং আইপিএফটির প্রধান এনসি দেববর্মা।
সাক্ষাৎকার নিয়েছেন নয়ন রায়, সম্পাদক, কালবেলা পত্রিকা ও দ্য কোয়ারি
১. ত্রিপুরায় এই মুহুর্তে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। সেবিষয়ে আপনি কি বলবেন?
এনসি দেববর্মাঃ এবিষয়ে আমি কিছু বলতে চাই না। এটি একটি দলের বিষয়। এটি বিজেপির অভ্যন্তরীণ বিষয়। এবিষয়ে আমি কিছু মন্তব্য করব না।
২. আপনি একজন উপজাতি দলের প্রতিনিধি। আপনি নিজেও একটি জনজাতি দলের মুখ। আপনার কি মনে হয় উপজাতিদের প্রত্যাশা আপনারা পুরণ করতে পারবেন?
এনসি দেববর্মাঃ হ্যাঁ। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি আমরা উপজাতি এবং জনজাতি সহ সমস্ত মানুষের চাহিদা পুরণ করতে পেরেছি।
৩. কিন্তু কংগ্রেস এবং সিপিআইএম নিয়মিত মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে একাধিক অভিযোগ তুলছেন।
এনসি দেববর্মাঃ সারা দেশে বিরোধীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। আর বিরোধীদের কাজ যে কোনও বিষয়ে সরকারের সমালোচনা করা। তারা নিজেদের অস্তিত্ব জানাতে সমালোচনা করছে।
৪. ২০১৮ সালে বিজেপির সঙ্গে জোট বেঁধে আপনারা ক্ষমতায় আসেন৷ এখনও অবধি ত্রিপুরাতে কোনও শিল্প হয়নি। এবিষয়ে বাম-কংগ্রেস বারবার অভিযোগ করছে।
এনসি দেববর্মাঃ যারা বলছেন এবিষয়ে তারা এসে দেখুক ত্রিপুরাতে কি চলছে। আমার এবিষয়ে কোনও মতামত নেই।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/which-is-the-belt-of-democracy/