করোনা পরিস্থিতিতেও রাজ্যের জিএসটি সংগ্রহ বেড়েছে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কোভিড পরিস্থিতিতে গত মার্চ মাস থেকে দেশের আনেক রাজ্যেরই অর্থনৈতিক অবস্থা বেহাল। এই অবস্থাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বার বার বলতে শোনা গিয়েছে, করোনা অবহে রাজ্যের আয় কমেছে। তবে খরচের বহর বেড়েছে বহুগুণ।
মুখ্যমন্ত্রী একথা বললেও রাজ্যের অর্থনেথিক অবস্থা যে পুরোপুরি ভেঙে পড়েনি তার প্রমাণ মিলেছে একটি তথ্যে। এই অবস্থাতেও রাজ্যে জিএসটি (পণ্য-পরিষষেবা সংক্রান্ত কর) সংগ্রহের পরিমাণ বেড়েছে।
পরিসংখ্যান বলছে গত বছর সপ্টেম্বরের তুলনায় এ বছর জিএসটি সংগ্রহের পরিমাণ বেড়েছে ১০.১৬ শতাংশ। এ প্রসঙ্গে রাজ্যের অর্থ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, কেন্দ্রীয় মূল্যায়ণ অনুসারে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে সেন্ট্রাল জিএসটি, ইন্ট্রিগেটেড জিএটি এবং কোল সেস মিলে আয় হয়েছে ১,৩৭৭.০৪ কোটি টাকা।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/tommrrow-kojagari-lakshmi-pujo-demand-has-decreased-in-lockdown-hand-artists-on-the-head/
২০১৯ সালের এই সময় এর পরিমাণ ছিল ১,৩৭৭.০৪ কোটি টাকা। তাঁর কথায়, এই অবস্থায় প্রায় প্রতিটি রাজ্যের জিএসটি সংগ্রহ কমেছে। কিন্তু ব্যতিক্রমী আমাদের রাজ্য। এর থেকে বোঝা যায় করোনা পরিস্থিতিতেও রাজ্যের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েনি। এটা অবশ্যই রাজ্যের জন্য আশার খবর।
তাঁর কথায়, চলতি অর্থ বর্ষে এপ্রিল-মে-জুন মাস লকডাউনের কারণে রাজ্যে রাজস্ব সংগ্রহ বড় ধাক্কা খেযেছিল। ওই তিনমাস প্রায় আয় কিছুই হয়নি বললে চলে এই অবস্থার পরিবর্তন ধীরে ধীরে হয়েছে।
এটা রাজ্যবাসীর জন্য অবশ্যই আশার রাজ্যের অর্থনীতি অনেকটাই স্বাভাবিকতার দিকে যাচ্ছে। তবে এখনও অনেক ক্ষুদ্র উদ্যোগীর থেকে সেপ্টেম্বরে জিএসটি সংগ্রহ বাকি।