হারিয়ে যাওয়া মোবাইল মালিকদের ফিরিয়ে দিল কোচবিহার জেলা পুলিশ

দ্য কোয়ারি ডেস্ক: হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলো কোচবিহার জেলা পুলিশ।

শনিবার কোচবিহার জেলা পুলিশের অফিসের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকৃত মালিকদের হাতে এই মোবাইল গুলো তুলে দেওয়া হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করতে সক্ষম হয় কোচবিহার জেলা পুলিশ।

এদিন প্রায় ৩৫ টি মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

এদিন সেখানে মোবাইল প্রদানের সময় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার মহম্মদ সানা আক্তার, আইপিএস, অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার, ডিএসপি ট্রাফিক চন্দন দাস, ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল থেকে শুরু করে জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা।

বিগত কয়েক মাস ধরে লাগাতার ভাবে কোচবিহার জেলা পুলিশের তরফ থেকে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের তা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

একদিকে যেমন প্রকৃত মালিকদের হাতে মোবাইল তুলে দেওয়া হয় তেমনি তাদের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় পর্ব চলে জেলা পুলিশের তরফ থেকে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-administration-has-instructed-to-fix-the-danger-by-breaking-the-lock-gate-of-durgapur-barrage/

 

এই বিষয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার মহম্মদ সানা আক্তার, আইপিএস, জানিয়েছেন, এদিন জেলা পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় হারিয়ে যাওয়া মোবাইল গুলি উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল। আগামী দিনেও এ ধরনের অভিযান জারি থাকবে বলে তিনি জানিয়েছেন।

এদিকে হারিয়ে যাওয়া মোবাইল গুলি ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি প্রকৃত মালিকেরা। তারা কোচবিহার জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট