কানাডায় আততায়ীর হাতে বলি দুই, আহত পাঁচ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফ্রান্সের ঘটনার রেশ কাটিয়ে উঠতে পারেনি গোটা বিশ্ব। এরই মধ্যে কানাডার ঘটনায় ফের আতঙ্ক ছড়ালো গোটা বিশ্বে। রবিবার কানাডার ওল্ড কিউবিকে তলোয়ার নিয়ে হামলা আততায়ীর। ঘটনায় নিহত ২ এবং আহত ৫। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতক্ষ্যদর্শীদের বয়ান অনুযায়ী, হ্যালোইন উৎসব উপলক্ষে কানাডার কুইবেক শহরের রাস্তায় মানুষের ভিড় জমা হয়। মধ্যযুগীয় যোদ্ধাদের মতো পোশাক পড়া এক যুবক হঠাৎ নির্বিচারে তলোয়ার চালাতে শুরু করে।

পুলিশ সূত্রের খবর, ধারালো কোনঅ অস্ত্র দিয়ে এলোপাথাড়ি চালাতে শুরু করে ওই যুবক। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেয় উত্তেজিত জনতা। ঘটনায় মৃত্যু হয় ২ জনের। আহত হন ৫ জন। আহতদেড় অনেকেই গুরুতর জখম হয়েছেন।

ঘটনাস্থলে পুলিশ আসার আগেই সেখান থেকে পালিয়ে যায় ওই যুবক। প্রায় ঘন্টাখানেক পর ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এই সন্দেহভাজন ব্যক্তি কে? কেনই বা হামলা চালিয়েছিল? এর পিছনে ফ্রান্সের ঘটনার কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের আপাতত ঘরে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।

গত মাসে মহম্মদের কার্টুন নিয়ে পড়ানোর জন্য ফ্রান্সের এক শিক্ষককে আততায়ীদের হাতে প্রাণ হারাতে হয়েছিল। তারপর থেকে ফ্রান্সে ঘটে যাওয়া একের পর এক ঘটনা সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে। কিছুদিন আগেই ফ্রান্সের নোত্রদাম গীর্জায় এক মহিলার গলা কেটে খুন করে এক যুবক। ঘটনায় আহত হন আরও দুই জন। গোটা ঘটনার পিছনে সন্ত্রাসবাদের মদত রয়েছে বলে জানায় ফ্রান্সের প্রশাসন।

রবিবার কানাডার ঘটনায় সন্ত্রাসবাদের কোনও যোগসুত্র রয়েছে কি না খুঁজে বের করার প্রয়াস চালাচ্ছে কানাডার পুলিশ।

সম্পর্কিত পোস্ট