মিসড কলেই মিলবে প্রি-পেইড ট্য়াক্সি, অভিনব উদ্যোগ বিধাননগর পুলিশ কমিশনারেটের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রিপেইড ট্যাক্সি বুকিং এর ক্ষেত্রে এবার কলকাতা বিমানবন্দরে হয়রানির হাত থেকে রেহাই মিলবে যাত্রীদের। আর কাউন্টারে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না ঘন্টার পর ঘন্টা। চালু হয়েছে ভার্চুয়াল ট্যাক্সি বুকিংয়ের ব্যবস্থা।সৌজন্যে বিধাননগর পুলিশ।
যাত্রীরা আগে থেকেই নিজেদের স্মার্ট ফোনের সাহায্যে একটি মিসড কল করলেই পাবেন ট্যাক্সি বুকিংয়ের বিশেষ সুবিধা। মিসড কল দেওয়ার নম্বরটি হলঃ ৭৪৩৯৭৫১৮৫৫ । এই নম্বরে মিসড কল দিলেই মিলবে পুলিশের নয়া পরিষেবাটি।
এই পদক্ষেপটি চালিয়ে নিয়ে যেতে ‘কিউ ইউ’ নামক একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বিধাননগর থানা।
বিধাননগর পুলিশ কমিশনারের শীর্ষ আধিকারিকরা জানাচ্ছেন, এই পরিষেবাটি চালু হওয়াতে থাকবে সামাজিক দূরত্ব বিধি। একইসঙ্গে, যাত্রীদের বুকিং হবে নিশ্চিত। ভাড়া নিয়ন্ত্রনেও থাকছে রাশ। প্রিপেইড ট্যাক্সি কাউন্টারের বাইরে কমবে ভিড়। এতে যাত্রীরা ভোগান্তির হাত থেকে রক্ষা পাবেন। বাঁচবে সময়ও।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/deceased-was-covid-positive-nursing-home-not-informing-family/
বিধাননগর কমিশনারেট ট্রাফিকের শীর্ষ পর্যায়ের এক আধিকারিক জানিয়েছেন, যেমন মানা হচ্ছে কোভিড বিধি। তেমনি আগাম বুকিং থাকায় যাত্রীরা হয়রানি কবল থেকে নিস্তার পাবেন।
কীভাবে মিলবে এই পরিষেবাঃ
- যাত্রীরা প্রথমে ৭৪৩৯৭৫১৮৫৫ এই নাম্বারে ডায়াল করবেন।
- মুহূর্তের মধ্যে বুকিং এর সময় ঠিক করে তা নিশ্চিত করতে হবে যাত্রীদের।
- এতেই যাত্রীরা একটি ওটিপি সহ মোবাইলের টেক্সট ম্যাসেজে নিশ্চিত বুকিংয়ের বার্তা পাবেন।
- তবে, ক্যাব বুকিং নিয়ে গন্তব্যে যাওয়ার আগে বিমানবন্দরে তৈরি কমিশনারেট পুলিশের প্রিপেড কাউন্টারে তার সত্যতা যাচাই করতে হবে।
প্রসঙ্গত, যাত্রী সুবিধার্থে বিমানবন্দরেই ট্যাক্সি প্রথমে বুকিংয়ে একটি মোবাইল অ্যাপ তৈরির পরিকল্পনা আগেই নিয়েছিল বিধানগর পুলিশ কমিশনারেট।
কিন্তু দেখা গেছে কলকাতায় আসা বহু যাত্রী প্রথমবারের জন্য বিমানে চড়ছেন। যাদের অনেকের কাছে নেই স্মার্টফোন। তাই মিসড কলের সাহায্য নিয়েই ট্যাক্সি বুকিংয়ের নয়া পরিষেবাটি চালু করেছে পুলিশ।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/another-terrorist-attack-on-vienna-two-died/
পরিষেবাটি প্রচারের ক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষের সাহায্য নিয়ে টার্মিনালের অভ্যন্তরে এবং বাইরের কিছু অংশে ব্যানারও লাগানো হয়েছে পুলিশের তরফে।