ছত্রধর মাহাতোর স্ত্রী নিয়তি ও প্রাক্তন সাংসদ ঋতব্রত শিশু সুরক্ষা কমিশনে
দ্য কোয়ারি ডেস্ক : পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের সদস্যপদ দেওয়া হল ছত্রধর মাহাতোর স্ত্রী নিয়তি মাহাতোকে। কমিশনের পুরনো কমিটি ভেঙে সম্প্রতি নতুন কমিটি গড়া হয়েছে।
সেই কমিটিতেই জায়গা পেয়েছেন একদা পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির নেতা তথা বর্তমানে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক ছত্রধর মাহাতোর স্ত্রী নিয়তি মাহাতো।
সোমবারই কমিটির প্রথম বৈঠক ছিল। সেই বৈঠকে যোগ দিতেই কলকাতা আসেন ছত্রধরের স্ত্রী। নতুন এই কমিটিতে রয়েছেন সিপিএম থেকে বহিস্কৃত প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও । ছত্রধর মাহাতোর মত তোকেও দলের রাজ্যের সাধারণ সম্পাদকের পদ দিয়েছে তৃণমূল নেতৃত্ব।
গত ২৩ জুলাই তৃণমূলের সাংগঠনিক রদবদলের ছত্রধর ও ঋতব্রতকে এই পদে বসিয়েছে তৃণমূল। এতদিন পর্যন্ত প্রশাসনিকভাবে তারা কোনও পদ পান নি। এদিনই পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা কমিশনের যৌথভাবে ছত্রধর মাহাতোর স্ত্রীর নিয়তি মাহাতো ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে জায়গা দেওয়া হল।
রাজনৈতিক মহল মনে করছে, আগামী নির্বাচনে আদিবাসী ভোট ফেরাতেই ছত্রধরের স্ত্রীকে শিশু সুরক্ষা কমিশনের সদস্য পদ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
উল্লেখ্য, এর আগে পশ্চিমবঙ্গ সমাজকল্যাণ পর্ষদের সরকার মনোনীত সদস্য হয়েছিলেন জঙ্গলমহলে জনসাধারণের কমিটির সেই প্রাক্তন নেতা ছত্রধর মাহাতোর স্ত্রী নিয়তি মাহাতো। জঙ্গলমহলের একদা নায়ক ছত্রধর মাহাতো কারাবাস কাটিয়ে ফের সক্রিয়ে রাজনীতিতে প্রবেশ করেন।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/bjp-wants-3-tmc-leader-for-2021-assembly-election/
হাইকোর্ট সাজার মেয়াদ কমিয়ে দেওয়ায় তিনি মুক্ত হয়েছেন আগেই। সেখান থেকে বেরিয়ে সরাসরি তৃণমূলের রাজ্য কমিটিতে জায়গা করে নেন ছত্রধর মাহাতো। তাঁকে রাজ্য কমিটিকে এনে দলছুট কুর্মি সম্প্রদায়কে আবার নিজের দিকে টানার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ঝাড়গ্রামে প্রায় ৩৪ শতাংশ কুর্মি সম্প্রদায়ের মানুষ। পরিসংখ্যান বলছে এরা লোকসভা ভোটে তৃণমূলের থেকে মুখ সরিয়ে নিয়েছিল। দলীয় কোন্দলে ইতি টানতে রবীন টুডুর স্ত্রী বিরবাহা সোরেনকে জেলা সভাপতির পদ সরিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে দুলাল মুর্মুকে ঝাড়গ্রামের জেলা সভপতি করে আদিবাসীদের ভোটব্যাঙ্ককে আরও শক্ত করার চেষ্টা করা হয়।