নীতিশের জনসভায় উড়ে এল পিঁয়াজ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলবার দ্বিতীয় দফার নির্বাচনে সরগরম হয়ে রয়েছে বিহার। নির্বাচনী প্রচারে এসে আক্রমণ শানাচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী। ঠিক সেই সময়েই পিঁয়াজের ঘায়ে আহত হতে হতে বেঁচে গেলেন স্বয়ং এনডিএর মুখ্যমন্ত্রী প্রার্থী নীতিশ কুমার।
শনিবার তৃতীয় দফার নির্বাচন রয়েছে মধুবনীতে। তারই জন্য হরলখীতে দলীয় প্রচারে উপস্থিত ছিলেন জেডিইউ তথা এনডিএর প্রমুখ নীতিশ। প্রচারমঞ্চ থেকে চাকরী নিয়ে কথা বলার সময়েই নীতিশের দিকে হয় পিঁয়াজ আক্রমণ। “খুব ফেঁকো, খুব ফেঁকো, খুব ফেঁকো” একনাগাড়ে বলে চলেন ক্ষিপ্ত মুখ্যমন্ত্রী। নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে প্রাণে বাঁচলেন তিনি।
নিরাপত্তারক্ষীরা আক্রমণকারীকে ঘিরে ধরলে নীতিশ বলেন, ওনাকে যেতে দিন। ওনার দিকে নজর দেওয়ার কোনও প্রয়োজন নেই। কিছুক্ষণ বন্ধ থেকে বক্তৃতা। এরপরেই মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং রাবরী দেবীর দিকে তোপ দাগেন নীতিশ।
আরজেডি ১৫ বছর ক্ষমতায় থাকাকালীন বিহারের মানুষকে কোনও চাকরী দিতে পারেনি। তাহলে তেজস্বী কি করে ১০ লক্ষ মানুষকে চাকরী দেওয়ার কথা ঘোষণা করতে পারে? প্রশ্ন বিহারের মুখ্যমন্ত্রীর। লালু প্রসাদ এবং রাবরী দেবীর আমলে ৬ লক্ষের জায়গায় মাত্র ৯৫ হাজার জন চাকরী পেয়েছে বলে জানিয়েছেন তিনি।
এর আগেও নীতিশ কুমারের ছাপড়ায় জনসভায় বিরোধী সমর্থনে শ্লোগান ওঠে। “লালু প্রসাদ যাদব জিন্দাবাদ” শ্লোগান উঠলে ধৈর্য হারিয়ে ফেলেন তিনি। শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয়, এরকম নির্বাচনী প্রচারমঞ্চ থেকে ধৈর্য হারিয়ে ফেলতে দেখা যায় একাধিক নেতাদেরও।
তিন দফার পর এবার ৪ নং দফায় মুখ্যমন্ত্রী পদের জন্য লড়াই করবেন নীতিশ কুমার। এবার তাঁর প্রতিপক্ষ লালু পুত্র তেজস্বী যাদব। বিহারের নির্বাচনী প্রচারের নীতশের তুলনায় তেজস্বীর নির্বাচনী জনসভায় লোকের ভিড় নজরে আসলেও নির্বাচনী ময়দানে তা কতটা ফলপ্রসূ হবে তা বলা যাবে ১০ নভেম্বর ফলাফলে পরেই।