জো বাইডেন নাকি ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রদেশে চলছে সোয়ানে সোয়ানে লড়াই
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা আবহে চলছে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন। ভোটের আগের সমীক্ষা অনুযায়ী এগিয়ে ছিলেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। কিন্তু সময় যতই গড়াচ্ছে ততই চিন্তা বাড়ছে ডেমোক্র্যাটিক শিবিরে। ব্যবধান কমিয়ে বাইডেনের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন ট্রাম্প। হোয়াইতে জয়লাভ করেছেন জো বাইডেন। এই মুহূর্তে ২৩২ ভোটে এগিয়ে রয়েছেন জো বাইডেন। ২৩৯ টি ভোটে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পর শুরু হয়েছে ভোট গণনা পর্ব। এই মুহূর্তে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং নিজ প্রদেশ ডেলাওয়ার সহ ১৬ প্রদেশে এগিয়ে রয়েছে জো বাইডেন। সমীক্ষা অনুযায়ী, ২.৬ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে জো বাইডেন। চার বছর আগেকার ঘটনা থেকে শিক্ষা নিয়ে এখনই কিছু বলে দেওয়া সম্ভব নয়। ২০১৬ সালে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের থেকে পিছিয়ে ছিলেন ট্রাম্প। কিন্তু শেষবেলায় ইলেকটোরাল কলেজের ভোটে জিতে ক্ষমতায় আসেন ট্রাম্প।
ইতিমধ্যেই ডেলাওয়ার থেকে ৮৬ শতাংশ ভোটে জয়লাভ করে আমেরিকার প্রথম তৃতীয় লিঙ্গের সেনেট হিসাবে নির্বাচিত হলেন সারা ম্যাকব্রাইট। এর আগে জো বাইডেনের প্রয়াত পুত্র বেউ বাইডেনের প্রচারে কাজ করেছেন সারা। এমনকি প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার হয়ে হোয়াইট হাউজে প্রথম তৃতীয় লিঙ্গের ব্যাক্তি হিসাবে কাজ করেছেন তিনি।
৩ নভেম্বর ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়া থেকে এখনও অবধি আলাবামা, মিসিসিপি, আরকানাস, টেনিসি প্রদেশে এগিয়ে রয়েছে ট্রাম্প। আমেরিকার ৫০ টি প্রদেশের মধ্যে যে প্রদেশগুলির ভট নির্বাচনের ফলাফলের অঙ্ক ঘুরিয়ে দিতে পারে তারা হল, ওহায়ো, ফ্লোরিডা, পেনিস্যালভ্যানিয়া, অ্যারিজোনা, মিচিগান এবং উইসকনসিনের মতো প্রদেশগুলি। নির্বাচনের শেষ মুহূর্তে এই এলাকাগুলিতে বেশী করে জোর দিয়েছেন রিপাবলিকানরা। অন্যদিকে বাফার জোনগুলিতে আগে থেকে বসে রয়েছেন ডেমোক্র্যাটিক পরিবারের সদস্যরা।
আমেরিকার মোট ৫৩৮ টি ইলেকটোরাল ভোটের মধ্যে জিততে হলে প্রয়োজন ২৭০ টি ভোটের। এর মধ্যে ফ্লোরিডাতে ইলেকটোরাল ভোটের সংখ্যা ২৯ টি সেখানে শেষ হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। ক্ষমতায় আসতে হলে ফ্লোরিডার ভোট অনেকটা নির্ভর করে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে রিপাবলিকানদের ঘাঁটি টেক্সাসের ভোট কোন দিকে যাবে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।