প্লে অফের আগে সেরার দৌড়ে কারা? দেখুন এক নজরে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ টানটান উত্তেজনা। মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া প্লে অফের শেষ চারে কারা থাকছে মঙ্গলবার রাতের আগে তা বলে দেওয়া সম্ভব হচ্ছিল না। অবশেষে গ্রুপ লিগের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে পরাজিত করে শেষ চারের টিকিট পেয়ে গেল ওয়ার্নাররা। সেইসঙ্গে প্লে অফের তালিকায় জায়গা করে নিল দিল্লি ডেয়ারডেভিলস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। প্লে অফ শুরুর আগে দেখে নেওয়া যাক এখনও অবধি অরেঞ্জ ক্যাপ এবং পারপেল ক্যাপের দখল রইল কার কাছে?
আইপিএল থেকে বিদায় নিতে হয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবকে। কিন্তু গোটা টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহ করে নজির গড়েছেন অধিনায়ক কে এল রাহুল। ১৪ ম্যাচে ৬৭০ রান করে সেরা ব্যাটসম্যানদের তালিকায় প্রথমে রয়েছেন রাহুল। দ্বিতীয় স্থানে রয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ১৪ ম্যাচে ৫২৯ রান সংগ্রহ করেছেন তিনি। পাশাপাশি ১৪ ম্যাচে ৫২৫ রান সংগ্রহ করে তৃতীয় নম্বরে রয়েছেন শিখর ধাওয়ান। ২০২০ এর আইপিএলের অরেঞ্জ ক্যাপের দখল নিতে দুই তাবড় ব্যাটসম্যানকে পার করতে হবে কেএল রাহুলের মাইলস্টোন।
শুধুমাত্র তাই-ই নয়, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে সর্বোচ্চ রানের স্কোর রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়কের ঝুলিতে। একম্যাচে ৬৯ বলে ১৩২ রান সংগ্রহ করে টুর্নামেন্টের একটি ম্যাচে সর্বোচ্চের তালিকায় রয়েছেন রাহুল। এই তালিকায় রয়েছেন রাজস্থান রয়্যালসের বেন স্টোকস (১০৭, মুম্বই ইন্ডিয়ান্স), কিংস ইলেভেন পাঞ্জাবের মায়াঙ্ক আগরওয়াল (১০৬, রাজস্থান রয়্যালস), দিল্লি ক্যাপিটালসের শিখর ধাওয়ান (১০৬, কিংস ইলেভেন পাঞ্জাব; ১০১ চেন্নাই সুপার কিংস )।
২০২০ এর আইপিএলে সর্বোচ্চ উইকেট নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের কাগিসো রাবাডা। ১৪ ম্যাচে মোট ২৫ টি উইকেট নিয়েছেন ২৫ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান তারকা। রাবাডার ঠিক পিছনেই রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম ভরসাযোগ্য ভারতীয় ফাস্ট বোলার জাশপ্রিত বুমরাহ। ১৩ ম্যাচে ২৩ টি উইকেট নিয়ে রাবাডার ঠিক পিছনেই রয়েছেন তিনি। তৃতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের পেস বোলার জোফরা আরচার । ১৪ ম্যাচে ২০ টি উইকেট নিয়েছেন ইংলিশ বোলার। এছাড়াও এই তালিকায় রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর যযুবেন্দ্র চাহাল এবং মুম্বই ইন্ডিয়ান্সের ট্রেন্ট বোল্ট। প্রত্যেকেই এখনও অবধি ২০ টি করে উইকেট পেয়েছেন।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪ ওভার বল করে একটি ম্যাচে ২০ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে নজির গড়েছেন কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী। গোটা টুর্নামেন্টে ১৩ টি ম্যাচে ১৭ টি উইকেট পেয়েছেন বরুণ। এই তালিকায় বরুণের পিছনে রয়েছে ট্রেন্ট বোল্ট। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৮ রান দিয়ে ৪ টি উইকেট পেয়েছিলেন তিনি।
‘এক্সপেক্ট ফ্রম আনএক্সপেক্টেড’। ২০২০ এর আইপিএল শুরু আগে এমনটাই বলেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেই দৌড়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। করোনার কারণে এবারের আইপিএল মরুপ্রদেশে হলেও তাঁর উত্তাপ এসে পৌঁছেছে ভারতেও। কে হবে এবারের চ্যাম্পিয়ন? তাকিয়ে ক্রিকেট মহল।