ভোট জালিয়াতির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন ট্রাম্প

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিশ্বের সর্ববৃহৎ দেশের নির্বাচনকে ঘিরে উত্তেজনা চরমে। ভোট জালিয়াতির অভিযোগ তুলে প্রতিদ্বন্দ্বী জো বাইডেন এবং ডেমোক্র্যাটিকের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যাওয়ার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেনের বিরুদ্ধে ‘জালিয়াতি’র অভিযোগ এনেছেন তিনি। হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য, আমরা জিতে রয়েছি। পাল্টা দলের সমস্ত সদস্যদের ধৈর্য রাখতে বলেছেন জো বাইডেন। ডেমোক্র্যাটিকদের জয় নিশ্চিত, দাবী বাইডেনের।

মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, সময় পেরিয়ে যাওয়ার পরেও ভোট দিয়েছেন ডেমোক্র্যাটরা। আমরা জানি আমরা একাধিক প্রদেশে জয়লাভ করছিলাম। আমরা বজয়ের কথা ঘোষণা করতে যাবো তখনই জালিয়াতি শুরু হয়। এটা আমেরিকার মানুষের প্রতি জালিয়াতি করা হচ্ছে। আমরা এটা কখনোই হতে দেবো না।

এরপরেই মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দেন ভোটিং বন্ধ করার জন্য আদালতের দ্বারস্থ হবেন তিনি। মূলত মেইল-ইল ব্যালটের গণনা বন্ধের জন্য আদালতের কাছে আর্জি জানাবেন তিনি। যদিও সময়মতো নির্বাচনী বোর্ডের কাছে তা পৌঁছায় তাহলে তা কার্যকরী হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিন ট্রাম্প আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের কাছে গিয়ে ট্রাম্প নতুন করে উদয় হওয়া ব্যালট প্রসঙ্গে অভিযোগ জানাবেন। এই ঘটনা গোটা আমেরিকার জন্য লজ্জার বিষয়। এমনটাই আদালতের কাছে তুলে ধরবেন তিনি। এদিন রিপাবলিকান দলের সদস্যদের পাশে নিয়ে রীতিমতো ডেমোক্র্যাটিকদের বিরুদ্ধে তোপ দাগেন ট্রাম্প।

তিনি বলেন, নির্বাচনী ফলাফল শুধুমাত্র একটা ঘটনামাত্র। আমাদের জয় নিশ্চিত। যে সংখ্যার কথা বলা হচ্ছে তার থেকে আমরা অনেক এগিয়ে। আমাদের ধরতে পারা অসম্ভব। আমেরিকার প্রত্যেকটি প্রদেশে বিপুল ভোটে রিপাবলিকানরা জয়লাভ করবে। দাবী ট্রাম্পের।

যদিও নির্বাচনী ফয়ালফল অনুযায়ী এখনও অবধি পেনিসেলভ্যানিয়া, উইসকনসিন, মিচিগান এবং জর্জিয়াতে ব্যাপক পরিমাণ ভোটে পিছিয়ে রয়েছে ট্রাম্প। যা ২৭০ এর ম্যাজিক ধরতে বেগ দেবে রিপাবলিকানদের। ইতিমধ্যেই ফ্লোরিডা, ওহায়ো, টেক্সাসে জয়লাভ করে রয়েছেন ট্রাম্প।

মঙ্গলবার আমেরিকার ভোটদান পর্ব শেষ হওয়ার পর থেকেই এগিয়ে ছিলেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। কিন্তু যতই সময় গড়াতে শুরু করে বেশ কিছু জায়গায় এগিয়ে যান ট্রাম্প। টক্করে টক্করে লড়াই চলে বেশ কিছু সময় ধরে। এই মুহুর্তে ২২১ ভোটে এগিয়ে রয়েছেন জো বাইডেন। ২১৪ ভোটে পিছিয়ে ট্রাম্প।

সম্পর্কিত পোস্ট