বাঁকুড়া থেকেই বাংলায় বিজেপির সরকার গড়ার স্বপ্ন দেখালেন অমিত শাহ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বাংলার মাটিতে পা দিয়েই মমতা বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা সরকারের মৃত্যুর ঘণ্টা বেজে গিয়েছে। আগামী বিধানসভায় দুই তৃতীয়াংশ জনমত নিয়ে বাংলায় বিজেপির সরকার গঠিত হবে। বাঁকুড়ায় দাঁড়িয়ে হুঙ্কার প্রাক্তন সর্বভারতীয় বিজেপি সভাপতির।
গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে দারুণ ফলাফলের পর দক্ষিনবঙ্গের রণনীতি সাজাতে বুধবার রাতেই বাংলায় উপস্থিত হয়েছেন অমিত শাহ। বৃহস্পতিবার সকালেই প্রয়াত বিজেপি কর্মী মদন ঘোড়াইয়ের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তিনি।
Met with the family of our martyred Booth Vice President Madan Ghorai in Kolkata.
I bow to his braveheart family.@BJP4India will always remain indebted to our karyakartas who have given their supreme sacrifice while fighting against atrocities and injustice in West Bengal. pic.twitter.com/feOTJVbwhi
— Amit Shah (@AmitShah) November 4, 2020
দুই দিনের ঠাসা কর্মসুচী নিয়ে বাংলায় উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার বাঁকুড়ায় বীরসা মুন্ডার মুর্তিতে মাল্যদান করেন অমিতি শাহ। এরপরেই রাজ্য সরকারের দিকে সরাসরি তোপ দাগেন তিনি।
তিনি বলেন, বীরসা মুন্ডাকে শ্রদ্ধা জানিয়ে বাংলার সফর শুরু করলাম। রাত থেকেই বাংলার মানূষের উৎসাহ দেখেছি। ব্যাপক সাড়া মিলেছে। এর থেকেই স্পষ্ট হয়েছে যে মমতার সরকারের বিরুদ্ধে মানুষের আক্রোশ তৈরি হয়েছে। বাংলায় তৃণমূল সরকারের মৃত্যু ঘন্টা বেজে গিয়েছে। আর মোদির প্রতি তৈরি হয়েছে আশা এবং শ্রদ্ধা।
Paid floral tributes to legendary tribal leader Bhagwan Birsa Munda ji in Bankura, West Bengal today.
Birsa Munda ji’s life was dedicated towards the rights and upliftment of our tribal sisters & brothers. His courage, struggles and sacrifices continue to inspire all of us. pic.twitter.com/1PYgKiyDuY
— Amit Shah (@AmitShah) November 5, 2020
বাংলায় বিজেপির সরকার এলে সেখানে কর্মসংস্থান গড়ে উঠবে। বাংলায় কর্মসংস্থান গড়ে তুলতে তৃণমূলের সরকারকে ছুঁড়ে ফেলার হুঙ্কার দেন অমিত শাহ। মমতার সরকারের কারণে মানুষ কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে, দাবী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বিজেপির নেতৃত্বে সোনার বাংলা তৈরি হবে। রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুলে কড়া অভিযোগ দাগলেন অমিত শাহ।
বিজেপির অন্দরের খবর, বুধবার রাতে কলকাতায় উপস্থিত হয়ে দিলীপ ঘোষ, মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয়দের সঙ্গে মধ্যরাত অবধি বৈঠক করেন অমিত শাহ। সেখানেই খানিকটা জল মেপে নেন তিনি। বৃহস্পতিবার বীরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করেই বাঁকুড়ার রবীন্দ্র ভবনে উদ্দেশ্যে রওনা দেন অমিত শাহ। সেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় কর্মীদের রোডম্যাপ বুঝিয়ে দিতে এবং তাঁদেরকে চাঙ্গা করতে বৈঠক করবেন তিনি। এরপর আদিবাসী এবং মতুয়া পরিবারের সঙ্গে দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
ভোটের জন্য মতুয়া এবং আদিবাসীদের ঘরে ঘরে যাচ্ছে বিজেপি। কটাক্ষ তৃণমূলের।