করোনা আক্রান্তের সংখ্যায় ৮৪ লক্ষ পার করল ভারত

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫০ হাজারের অধিক। শুক্রবার তা কমে দাঁড়িয়েছে ৪৭,৬৩৮ জনে। মোট আক্রান্তের সংখ্যা ৮৪ লক্ষ পার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী ৫ শতাংশ কমেছে দৈনিক সংক্রমণ। উল্লেখযোগ্যভাবে কেরল এবং দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজারের বেশী।

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৮৪,১১,৭২৪ জন। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণে মৃত ৬৭০ জন। গোটা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,২৪,৯৮৫ জন। দেশের মধ্যে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশী। মহারাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৪৪,৮০৪ জন। এর পরেই রয়েছে কর্ণাটক (১১,৩১২), অন্ধ্রপ্রদেশ (৬৭৫৭), তামিলনাড়ু (১১,২৭২), উত্তরপ্রদেশ (৭১৩১), দিল্লি (৬৭৬৯) এবং পশ্চিমবঙ্গ (৭১২২)।

গত ২৪ ঘন্টায় করোনায় সুস্থ হয়েছেন ৫৪,১৫৭ জন। এখনও অবধি দেশে কোভিড পরাজিত করে সুস্থ হয়েছেন ৭৭,৬৫,৯৬৬ জন। সুস্থতার হার ৯২ শতাংশ। দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫,২০,৭৭৩ জন ।

পশ্চিমবঙ্গে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজারের আশেপাশে থাকলেও কেরল এবং দিল্লিতে উর্ধমুখী করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা কমেছে তামিলনাড়ু এবং কর্নাটকেও। যদিও এখনও অবধি করোনা আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র।

করোনা আক্রান্তের সংখ্যা বিশ্বের মধ্যে প্রথম স্থানে রয়েছে আমেরিকা। মোট আক্রান্তের সংখ্যা ৯৬,০৬,০০০ জন। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৬,০১,০০০ জন। মার্কিন মুলুকে নির্বাচনী মরশুমে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন ১ লক্ষে বেশী মানুষ।

সম্পর্কিত পোস্ট