ওমর খালিদের বিরুদ্ধে ইউএপিএ মামলায় অনুমোদন কেজরিওয়াল সরকারের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দিল্লির হিংসায় ঘটনায় নাম জড়ায় জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেতা ওমর খালিদের। শনিবার ওমর খালিদের বিরুদ্ধে ইউএপিএ মামলায় সম্মতি দিল দিল্লি সরকার। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, ওমর খালিদের বিষয়ে প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে দিল্লি সরকার।
২০১৯ সালে ব্যাপক ভোটে জয়লাভ করে দ্বিতীয়বার সরকার গঠন করে নরেন্দ্র মোদির বিজেপি সরকার। দ্বিতীয়বার ক্ষমতায় এসে নরেন্দ্র মোদির সরকার যেসমস্ত নতুন আইন পাশ করিয়েছে তার মধ্যে অন্যতম নাগরিকত্ব সংশোধনী আইন। যা ঘিরে দিল্লি সহ দেশের একাধিক জায়গায় আন্দোলন শুরু হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সিএএ বিরোধী বিক্ষোভের সময় হিংসা ছড়ায় রাজধানী দিল্লিতে। সরকারী হিসাব অনুযায়ী নিহত হন ৫৩ জন।
দিল্লি পুলিশের তরফে অভিযোগ তোলা হয়, শাহিনবাগে সিএএ বিরোধী আন্দোলনে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন ওমর। অভিযোগ, দিল্লির হিংসার ঘটনার পিছনে ওমর খালিদের প্রতক্ষ্যভাবে জড়িত রয়েছে। শনিবার ওমর খালিদের ওপর ইউএপিএ ধারায় মামলার জন্য দিল্লি সরকারের অনুমোদন ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা বাড়তে শুরু করেছে।
ওমরের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরে বলা হয়েছিল, উস্কানিমূলক মন্তব্যের পাশাপাশি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের সময় সিএএ বিরোধী সমাবেশ সংগঠিত করেন ওমর খালিদ। যার পিছনে উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক মহলে একটি বার্তা পৌঁছানো।
চলতি বছরের অগাস্ট মাস থেকে ওমর খালিদকে জিজ্ঞসাবাদ শুরু করে দিল্লি পুলিশ, এরপর সেপ্টেম্বর মাসে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদের পদ তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।