ভোররাতে হাওড়ার ডোমজুড়ে বিধ্বংসী আগুন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভোররাতে আগুন লেগে ভস্মীভূত ৬ টি কারখানা। সোমবার ভোরে বিরাট অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের ভাসকুর বেলতলা এলাকায়। দীপাবলীর আগে কয়েক লক্ষ টাকার জিনিসপত্র পুড়ে যাওয়ায় বড়সড় ক্ষতির মুখে ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রের খবর সোমবার ভোর চারটে নাগাদ আচমকাই ডোমজুড়ের ভাসকুর এলাকার একটি পাইপের কারখানায় আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন বিধ্বংসী আকার নেয়। অগ্নিকান্ডে আতঙ্কিত হয়ে পড়েন কর্মরত কর্মীরা। ততক্ষণে আগুনের রূপ দেখে উপস্থিত হন স্থানীয় বাসিন্দারা। জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করা হলেও ধোপে টেকেনি।
এরপর খবর দিলে উপস্থিত হয় দমকলের ছয়টি ইঞ্জিন। কিন্তু ততক্ষণে একে একে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্লাস্টিক, জামাকাপড়, চানাচুর এবং পাইপ তৈরির কারখানা। পরপর ছয়টি কারখানায় লেগে যায় আগুন। প্রায় ঘন্টাখানেক ধরে দমকলের যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকল কর্মীদের অনুমান, শর্ট শার্কিটের কারণে ওই পাইপের দোকানে আগুন লেগে যায়। কিন্তু প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুত থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কারখানাগুলিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা কেমন ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।